Nokia 2780 Flip: নতুন একটি ফিচার ফোন (Feature Phone) লঞ্চ করেছে নোকিয়া (Nokia)। এবার লঞ্চ হয়েছে নোকিয়া ২৭৮০ ফ্লিপ (Nokia 2780 Flip)। HMD Global- এর এই ফিচার ফোনে রয়েছে একটি কোয়ালকম ২১৫ প্রসেসর। এছাড়াও নোকিয়া ২৭৮০ ফোনে রয়েছে রকটি ২.৭ ইঞ্চির TFT ডিসপ্লে। ভিতরের দিকে থাকবে এই ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে একটি ১.৭৭ ইঞ্চির সেকেন্ড ডিসপ্লে, যা বাইরের দিকের অংশে থাকবে। নোকিয়ার নতুন ফিচার ফোন পরিচালিত হবে KaiOS 3.1- এর সাহায্যে। নোকিয়ার এই ফ্লিপ ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৫১২ এমবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনে VoLTE এবং RTT সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে।


অন্যদিকে জানা গিয়েছে, শাওমি ১২আই হাইপারচার্জ নামে ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস মডেল। ২০২৩ সালের শুরুর দিকে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। সম্প্রতি আবার নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, আইকিউওও ১০ হিসেবে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ ৫জি ফোন। তবে চলতি বছর এই ফোন ভারতে লঞ্চ হবে না বলেই মনে করা হচ্ছে।


নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনের দাম


ভারতে নোকিয়ার এই ফিচার ফোন এখনও লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি। এমনকি এই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম ৯০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫০ টাকা। নীল এবং লাল রঙে এই ফোন লঞ্চ হয়েছে। নোকিয়া ওয়েবসাইটে সম্ভবত ১৭ নভেম্বর থেকে উপলব্ধ হবে এই ফোন।


নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন


এই ফোনে রয়েছে এফএম রেডিও সাপোর্ট। এছাড়াও রয়েছে Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি সাপোর্ট। একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ।


আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে অ্যামেজফিট ব্যান্ড ৭, ব্যাটারি লাইফ থাকবে ২৮ দিন