ভারতে নতুন ফিচার ফোন লঞ্চ করল নোকিয়া। দাম চার হাজার টাকারও কম। ফিনল্যান্ডের সংস্থা নোকিয়ার ফোন বরাবরই জনপ্রিয় ছিল ভারতে। ফিচার ফোন থেকে স্মার্টফোন সবেতেই একছত্র আধিপত্য ছিল এই সংস্থার। ভারতে উইন্ডোজ ফোনও চালু করেছিল নোকিয়া সংস্থাই। তবে হালফিলে আরও অনেক কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনের ভিড়ে ব্যবসায় কিছুটা ঘাটতি হয়েছে এই সংস্থার। কিন্তু তাও নোকিয়ার ফিচার ফোন এখনও ভারতে সমানতালে জনপ্রিয়।


Nokia Phone: সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে নোকিয়া ৮২১০ ৪জি (Nokia 8210 4G) ফোন। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, নোকিয়ার (Nokia Feature Phone) এই ফোনে রয়েছে Unisoc T107 SoC। এছাড়াও রয়েছে ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ। ডুয়াল সিমের কানেক্টিভিটিও রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা বা বাড়ানো সম্ভব। রিমুভেবল ব্যাটারি রয়েছে এই ফোনে। এছাড়াও নোকিয়ার নতুন ফোনে ০.৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। নোকিয়া ৮২১০ ৪জি ফোনে এফএম স্ট্রিমিং সাপোর্ট, একটি MP3 প্লেয়ার, ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। নোকিয়ার দাবি এই ফোনে একবার চার্জ দিলে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব।  


নোকিয়া ৮২১০ ৪জি ফোনের দাম ও উপলব্ধতা


এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। গাঢ় নীল এবং লাল রঙের শেডে লঞ্চ হয়েছে এই ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে এক বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে।


নোকিয়া ৮২১০ ৪জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • একটি ২.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে নোকিয়ার এই ফোনে। Series 30+ অপারেটিং সিস্টেমের সাপোর্ট রয়েছে এই ফোনে।

  • একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো এসইউবি পোর্ট রয়েছে নোকিয়া ৮২১০ ৪জি ফোনে।

  • এই ফোনের ওজন ১০৭ গ্রাম। ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে এই ফোনে। Snake, Tetris, BlackJack- এইসব গেম রয়েছে নোকিয়া ৮২১০ ৪জি ফোনে।


আরও পড়ূন- লেটেস্ট প্রসেসর, ১২০ ওয়াটের চার্জার নিয়ে ভারতে হাজির আইকিউওও ৯টি ৫জি ফোন, দাম কত?