Nokia C02: চলতি সপ্তাহে নোকিয়া (Nokia) সংস্থা আরও একটি নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে নোকিয়া সি০২ (Nokia C02)। এই ফোনে থাকতে চলেছে রিমুভেবল ব্যাটারি। অর্থাৎ ফোন থেকে ব্যাটারি খুলে নেওয়া যাবে। আজকাল যে সমস্ত ফোন লঞ্চ হয়, সেক্ষেত্রে এই ফিচার খুব একটা লক্ষ্য করা যায় না। জানা গিয়েছে, নোকিয়ার এই ফোনে একটি কমপ্যাক্ট ডিসপ্লে থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম। বিশ্বের কয়েকটি দেশে নোকিয়া সি০২ ফোন পাওয়া যাবে। 


নোকিয়া সি০২ ফোনের স্পেসিফিকেশন



  • নোকিয়া সি০২ ফোনে থাকতে পারে একটি ৫.৪৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ম্যাট ফিনিশ। পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি এই ডিভাইস। কালো এবং নীল রঙে নোকিয়া সি০২ ফোন লঞ্চ হতে চলেছে।

  • এই ফোনের রেয়ার প্যানেল এবং ডিসপ্লের উপর একটি করেই ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২ মেগাপিক্সেলের সেনসর। 

  • একটি Unisoc কোয়াড কোর প্রসেসর রয়েছে নোকিয়া সি০২ ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইটারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে এই ফোনে। এই মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে। 

  • নোকিয়ার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও থাকবে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনের সাপোর্ট এবং ২ বছরের জন্য সিকিউরিটি আপডেট। মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে।

  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিম (৪জি), ওয়াই-ফাই এবং ব্লুটুথ ফিচার। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে এই ফোন। 


Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৭ (Infinix Smart 7) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে, ইনফিনিক্সের এই স্মার্টফোনের (Infinix Smartphone) ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রায় ২৫ শতাংশ বাড়িয়ে দেবে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোন, যার দাম ৭২৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Emerald Green, Night Black, Azure Blu- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোন। 


আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স স্মার্ট ৭, দাম কত? কী কী ফিচার রয়েছে