Nokia Smartphone: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে নোকিয়া সি৩২ (Nokia C32) ফোন। তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। জানা গিয়েছে, নোকিয়া সি৩২ একটি বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) ফোন হতে চলেছে। এবছর ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময়ে এই ফোন প্রকাশ্যে এসেছিল। শোনা যাচ্ছে, নোকিয়া সি৩২ ফোনে থাকতে পারে একটি Unisoc SC9863A চিপসেট। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। ভারতে লঞ্চ হতে পারে এক বছরের রিপ্লেসমেন্ট অফার নিয়ে। 


ভারতে নোকিয়া সি৩২ ফোনের সম্ভাব্য দাম


আগামী ২৩ মে ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া সি৩২ ফোন। দেশে এই ফোনের দাম হতে পারে ৯৯৯৯ টাকা। দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৩ জিবি ও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 


নোকিয়া সি৩২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য 



  • এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির IPS HD LCD ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স সাপোর্ট। ডুয়াল সিমের সাপোর্টও থাকতে পারে নোকিয়ার আসন্ন ফোনে। একটি Unisoc SC9863A প্রসেসর থাকতে পারে এই ফোনে। 

  • নোকিয়া সি৩২ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। নোকিয়ার এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • নোকিয়া সি৩২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি থাকতে পারে এই ফোনে। 


Nokia Smartphone: নোকিয়া ১০৫ (২০২৩) (NOkia 105 2023) এবং নোকিয়া ১০৬ ৪জি (Nokia 106 4G)- এই দুই ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। ডিজিটাল পেমেন্ট করার জন্য বিশেষ সুবিধা থাকছে এই দুই ফোনে। NPC বা National Payment Corporation- এর 123PAY সাপোর্ট রয়েছে এই ফোনে। এর মাধ্যমে Unified Payments Interface বা ইউপিআই পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। ইন্টারনেট ছাড়াই করা যাবে পেমেন্ট। এছাড়াও নোকিয়ার নতুন দুই ফোনে রয়েছে ওয়্যারলেস এফএম স্ট্রিমিং সাপোর্ট। 


আরও পড়ুন- গরমের মরসুমে মেকআপ করছেন নিয়মিত? ত্বক সেনসিটিভ বা অয়েলি হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি