Nothing Ear Stick: ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস (TWS Earbuds)। আর তাই এবার সেমি-ট্রান্সপারেন্স ফোনের পর নতুন ইয়ারবাডস নাথিং ইয়ার স্টিক (Nothing Ear Stick) ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস ভারতে লঞ্চ করেছে নাথিং সংস্থা। এর আগে নাথিং ইয়ার ১ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ হয়েছিল। ভারতের বাজারে বোট, নয়েজ- সহ একাধিক সংস্থার ইয়ারবাডস রয়েছে। গত মাসে অ্যাপেলের নতুন এয়ারপডসও লঞ্চ করেছে। অনুমান, এই সমস্ত এয়ারপডসের সঙ্গে জোরদার পাল্লা দেবে নাথিং ইয়ার স্টিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এই ইয়ারবাডসের লিমিটেড ভার্সান লঞ্চ হবে ২৮ অক্টোবর। আর বিক্রি শুরু হবে ৪ নভেম্বর থেকে। ইতিমধ্যেই নাথিং ইয়ার স্টিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।
ভারতে নাথিং ইয়ার স্টিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের দাম
নাথিং সংস্থার এই ইয়ারবাডস ভারতে পাওয়া যাবে ৮৪৯৯ টাকা। গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। সেই তালিকায় রয়েছে আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এবং এশিয়া প্যাসিফিক রিজিয়ন।
নাথিং ইয়ার স্টিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের বিভিন্ন ফিচার
- ১২.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে, এমনটাই দাবি সংস্থার।এই ইয়ারবাডস একটি IP54 রেটিং প্রাপ্ত Dust, Water, Sweat রেজিসট্যান্ট ডিভাইস।
- একবার চার্জ দিলে এই ইয়ারবাডস প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত শোনার অর্থাৎ Listening Time দেয়। এছাড়াও প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে টক টাইম সাপোর্ট। আর ইয়ারবাডসের কেস সমেত ২৯ ঘণ্টার Listening Time এবং ১২ ঘণ্টার টক টাইম পাওয়া যাবে।
- এই ইয়ারবাডসের কেস- এ টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। আর ওজন ৪.৪ গ্রাম।
আইকিউওও ১১ সিরিজ
শোনা গিয়েছে সম্প্রতি চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১১ সিরিজ। দুটো স্মার্টফোন আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো থাকতে পারে এই স্মার্টফোন সিরিজে। চলতি বছরের শেষের দিকে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে চিনে। একই সময়ে ভারতেও এই ফোন লঞ্চ হতে পারে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে যে রিয়েলমি ১০ সিরিজ লঞ্চ হতে পারে চিনে। ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে বা ৫ নভেম্বর এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারতেও লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ সিরিজ। আইকিউওও ১১ ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। দুটো র্যাম ৮ জিবি এবং ১২ জিবি, এই দুই র্যাম নিয়ে লঞ্চ হবে আইকিউওও ১১ ফোন। এর সঙ্গে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে এই ফোন।
আরও পড়ুন- নিজের ইমেল অ্যাকাউন্ট কীভাবে সুরক্ষিত রাখবেন, দেখে নিন সহজ কিছু নিয়ম