কলকাতা: ভারতে এখনও লঞ্চ হয়নি নাথিং ফোন ১ (Nothing Phone 1)। কিন্তু লঞ্চের আগে থেকেই এই ফোন নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। আগামী ১২ জুলাই নাথিং (Nothing) সংস্থার সেমি-ট্রান্সপারেন্ট (Semi Transparent Smartphone) এই ফোন লঞ্চ হবে দেশে। প্রথমে ‘ইনভাইট’ ভিত্তিক প্রি-বুকিং (Invite Onlu Pre-Booking) শুরু হয়েছিল নাথিং ফোন ১- এর জন্য। তবে বর্তমানে এই ফোনের প্রি-বুকিং করার জন্য ‘প্রি-অর্ডার পাস’ (Pre-Order Pass) উপলব্ধ হয়েছে ফ্লিপকার্টে (Flipkart)। যেসব গ্রাহকরা ‘ইনভাইট অনলি’ পর্যায়ে ফোন বুক করতে পারেননি তাঁদের সুযোগ দেওয়া হবে এবার।


মাত্র ২০০০ টাকার বিনিময়ে ফ্লিপকার্টের মাধ্যমে নাথিং ফোন ১- এর জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। যদি গ্রাহক প্রি-বুকিংয়ের পরেও ভাবেন যে এই ফোন কিনবেন না, তাহলে এই ২০০০ টাকা ফেরত পাওয়া যাবে। এর পাশাপাশি জানা গিয়েছে এই প্রি-অর্ডার পাস আগামী ৭ জুলাই পর্যন্ত ব্যবহার করতে বা কিনতে পারবেন আগ্রহীরা। এরপর ১২ জুলাই ফোন লঞ্চের পর রাত ৯টা থেকে ফোন কেনা যাবে। ১৮ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত এই ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। যাঁদের টাকা ফেরত পাওয়ার ব্যাপার থাকবে তাঁরা ১৯ জুলাই ২০০০ টাকা ফেরত পাবেন।


শোনা যাচ্ছে, নাথিং ফোন ১- এর দাম হতে ৩০ হাজার টাকার আশপাশে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে। এর উপর সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস প্রোটেকশন। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে যে এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ সেমি ট্রান্সপারেন্ট হওয়ার কথা। অর্থাৎ এই অংশ কিছুটা স্বচ্ছ হবে এবং আলো জ্বলতে পারে এই রেয়ার প্যানেলে।


আরও পড়ুন- কবে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল? জেনে নিন দিনক্ষণ