Nothing Phone 2a Special Edition: নাথিং সংস্থা ভারতে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) মডেলের একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। ভারতের জন্যই তৈরি হয়েছে এই স্পেশ্যাল এডিশনের (Special Edition Model) মডেল। এবছর মার্চ মাসে নাথিং ফোন ২এ লঞ্চ হয়েছিল ভারতে। তার একমাসের মাথায় লঞ্চ হল নতুন রঙের মডেল। নাথিং ফোন ২এ মডেলের রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নাথিং ফোন ২এ মডেলের নতুন কালার ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


ভারতে নাথিং ফোন ২এ মডেলের নতুন নীল রঙের ভ্যারিয়েন্টের দাম এবং কোথা থেকে কেনা যাবে, দেখে নিন 


এর আগে সাদা এবং কালো রঙে ভারতে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ২এ। এবার লঞ্চ হয়েছে নীল রঙে। ভারতেই শুধুমাত্র এই স্পেশ্যাল মডেল লঞ্চ হয়েছে। আগামী ২ মে থেকে নীল রঙের নাথিং ফোন ২এ মডেলের বিক্রি শুরু হতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। 


নাথিং ফোন ২এ মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে 



  • এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড নাথিং অপারেটিং সফটওয়্যার ২.৫.৫ - এর সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ৩০ হার্টজ থেকে ৯০ হার্টজ পর্যন্ত রয়েছে। 

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। 

  • একটি অক্টা-কোর ৪এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। 

  • নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে নাথিং ফোন ২এ মডেলে। 

  • নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • এই ফোনেও অন্যান্য নাথিং ফোনের মতো রয়েছে রিডিজাইন করা Glyph Interface, ফোনের রেয়ার প্যানেলে এই ফিচার দেখা যাবে যার সাহায্যে ইউজাররা ফোনে আসা নোটিফিকেশনের জন্য লাইটিং এফেক্ট পার্সোনালাইজ করতে পারবেন। 


আরও পড়ুন- ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার, কোনটা ভাল? কী পার্থক্য রয়েছে? আপনি কোনটা কিনলে কী কী সুবিধা পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।