Nothing Phone 3: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। নাথিং ফোন ৩- তে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে একটি নতুন Glyph Matrix ইন্টারফেস রয়েছে। নাথিং ফোন ৩ মডেলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে ইউজাররা 1.5K রেজোলিউশন পাবেন। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
নাথিং ফোন ৩- এর দাম ভারতে কত
নাথিং ফোন ৩- এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে নাথিং ফোন ৩ লঞ্চ হয়েছে। অনলাইনে কেনা যাবেই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও কেনা যাবে ফ্লিপকার্ট মিনিটস, বিজয় সেলস, ক্রোমা- এই তিন জায়গা থেকেও। আর কেনা যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে। আগামী ১৫ জুলাই থেকে এই ফোন কেনা যাবে। ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। এছাড়াও রয়েছে স্পেশ্যাল লঞ্চ অফারও। যাঁরা নাথিং ফোন ৩- এর জন্য প্রি-বুকিং করবেন তাঁরা এই ফোনের সঙ্গে বিনামূল্যে পাবেন নাথিং ইয়ার- এই ইয়ারফোন।
নাথিং ফোন ৩- এ কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Nothing OS 3.5- এর সাহায্যে। ডুয়াল সিমের (ন্যানো+ই-সিম) সাপোর্ট রয়েছে এই ফোনে। ৫ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৭ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে এই ফোনে।
- AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এখানে রয়েছে HDR10+সাপোর্ট। এই ডিসপ্লের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের স্ক্রিনের উপর রয়েছে Gorilla Glass 7i এবং ব্যাক প্যানেলে রয়েছে Gorilla Glass Victus সাপোর্ট রয়েছে।
- নাথিং ফোন ৩ মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- নাথিং ফোন ৩ মডেলে ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। নাথিং সংস্থার দাবি, ১ শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ হবে ৫৪ মিনিটে। এই ফোনে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ৭.৫ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে নাথিং ফোন ৩ মডেলে।