Meta Verified Subscription: ট্যুইটারের (Twitter) মতো ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামেও (Instagram) পেইড সার্ভিসের কথা ঘোষণা করেছিল মেটা (Meta) কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতে মেটা সংস্থা ভেরিফায়েড ওয়েটলিস্ট লঞ্চ করেছে। এর সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেইড সার্ভিসের খরচ সম্পর্কেও তথ্য প্রকাশ করেছে মেটা কর্তৃপক্ষ। তাই ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি কোনও ইউজার নিজের নামের পাশে অর্থাৎ অ্যাকাউন্টে ব্লু টিক পেতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হবে। ব্লু টিকের পাশাপাশি আরও অনেক সুবিধাও পাবেন ইউজাররা। তবে প্রাথমিক ভাবে এই সুবিধা সকলে পাবেন না। অর্থাৎ বিশেষ কিছু ইউজারের জন্য চালু হবে এই পরিষেবা। সেই তালিকায় রয়েছেন পরিচিত ব্যক্তি অর্থাৎ সমাজে যাঁরা পরিচিত নাম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে মিডিয়ার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারকা এবং রাজনীতিবিদরা অ্যাকাউন্টে নিজেদের নামের পাশে ব্লু টিক পেতে পারেন। 


মূলত ট্যুইটারের ভেরিফায়েড ব্লু টিক অর্থাৎ ব্লু টিক সাবস্ক্রিপশন প্ল্যানকেই অনুসরণ করছে মেটা কর্তৃপক্ষ। এবার দেখে নেওয়া যাক মেটা'র ক্ষেত্রে ব্লু টিক পাওয়ার খরচ কত-



  • প্রথমে ইউজারদের ভেরিফিকেশন ওয়েটলিস্টে থাকা ফর্ম ফিলআপ করে জানাতে হবে যে তিনি নিজের অ্যাকাউন্ট ব্লু টিক চাইছেন। 

  • ওয়েব ভার্সানের ক্ষেত্রে মাসিক খরচ ১০৯৯ টাকা। মোবাইল অ্যাপের ক্ষেত্রে খরচ একটু বেশি, ১৪৯৯ টাকা। 

  • ভেরিফিকেশন ব্যাজ ছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন ইউজাররা। তাঁদের পোস্টের রিচ বাড়বে। নিউজ ফিডে বেশি জিনিস দেখতে পাবেন। অ্যাকাউন্ট সুরক্ষিত হবে। 

  • ওয়েব ভার্সানে সাইন আপ থাকলে শুধু ফেসবুকের ক্ষেত্রে ব্লু চেকমার্ক পাওয়া যাবে। অন্যদিকে মোবাইল অ্যাপের ক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দু'ক্ষেত্রেই পাওয়া যাবে এই ব্লু টিক। 

  • এই ব্লু চেকমার্ক আসলে একটি ভেরিফিকেশন ব্যাজ যার থেকে বোঝা যাবে যে ওই নির্দিষ্ট অ্যাকাউন্ট অথেনটিক এবং কোনও পাবলিক ফিগার, তারকা কিংবা ব্র্যান্ডের অ্যাকাউন্ট সেটি। 

  • যেসব ইউজারের ইতিমধ্যেই ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে তাদের আর আলাদা করে সাবস্ক্রিপশনের জন্য টাকা দিতে হবে না। 

  • এই ব্লু ভেরিফিকেশন ব্যাজ বা ব্লু টিকের সঙ্গে অ্যাকাউন্টের অথেনটিফিকেশন বোঝার পাশাপাশি ইউজাররা নিজেদের অ্যাকাউন্ট একদম সুরক্ষিত রাখার সুযোগ পাবেন। আপনি অনলাইন রয়েছে এটা দ্বিতীয় কোনও ব্যক্তি ভেবে নিতে পারবে না।

  • এছাড়াও থাকবে কাস্টোমার সাপোর্টের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাকসেস, এক্সক্লুসিভ স্টিকারের ভাণ্ডার, প্রতি মাসে ফেসবুকে ১০০ 'স্টার' পাওয়ার সুযোগ। এই স্টারের মাধ্যমে মূলত ইউজাররা ক্রিয়েটরদের সাপোর্ট করতে পারবেন। লাইভ স্টড়িম চলাকালীন ভার্চুয়াল গিফট কিনতে বা পাঠাতে পারবেন। এই সার্ভিস মূলত ক্রিয়েটরদের জন্যই করা যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অথেনটিসিটি প্রতিষ্ঠা করতে চান। বিভিন্ন পর্যায়ে সুরক্ষিত রাখা যাবে অ্যাকাউন্ট। এছাড়াও বেশ কিছু অতিরিক্ত ফিচারের অ্যাকসেস এবং সাপোর্ট পাওয়া যাবে। 


আরও পড়ুন- UPI লেনদেনে দিতে হবে টাকা ? খবর প্রকাশ্যে আসতেই এই জানাল NPCI