NPCI Update: UPI লেনদেন নিয়ে স্বস্তির খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) শোনাল খুশির বার্তা। অবশেষে জল্পনায় জল। NPCI জানিয়ে দিয়েছে UPI-থেকে যেকোনও লেনদেনে দিতে হবে না চার্জ।
UPI Payment Charge: দুপুর থেকেই শোরগোল এই খবরে
দুপুর থেকেই UPI-এর এক খবর ঘিরে শোরগোল পড়ে যায় বাজারে। খবরে বলা হয়, এবার থেকে UPI লেনদেনে দিতে হবে চার্জ। যা শুনে হতবাক হন অনেকেই। এতদিন বিনা চার্জেই টাকা দেওয়া-নেওয়া করা যাচ্ছিল এই অ্যাপে। ব্যাঙ্কে না গিয়ে হাতের ফোন থেকেই এই লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছিল দেশ। তাই চার্জের কথা শুনে আশাহত হন অনেকেই।
NPCI Update: বিষয়টি স্পষ্ট করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া
যদিও নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১ এপ্রিল ২০২৩ থেকে UPI এর মাধ্যমে লেনদেনের উপর চার্জের বিষয়ে খোলসা করেছে কর্তৃপক্ষ। NPCI জানিয়েছে, UPI পেমেন্টের উপর চার্জ করার রিপোর্টি ঠিক নয়। এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি NPCI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, UPI-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের জন্য গ্রাহকদের কোনও ফি দিতে হবে না। বর্তমানে সর্বাধিক ৯৯.৯ শতাংশ UPI লেনদেন কেবল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়।
এনপিসিআই জানিয়েছে যে ইউপিআই পেমেন্টের জন্য ব্যাঙ্ক বা গ্রাহককে কোনও চার্জ দিতে হবে না। এখানেই শেষ নয়, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে UPI লেনদেন করলেও কোনও চার্জ দিতে হবে না। এনপিসিআই বলেছে, রেগুলেটরি গাইডলাইন অনুসারে, প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই ওয়ালেট) এখন ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের অংশ। সেই পরিপ্রেক্ষিতে NPCI PPI ওয়ালেটগুলিকে ইন্টারঅপারেবল UPI ইকোসিস্টেমের একটি অংশ হওয়ার অনুমতি দিয়েছে। ইন্টারচেঞ্জ চার্জ কেবল PPI মার্চেন্ট লেনদেন (প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস মার্চেন্ট লেনদেন) এর উপর প্রযোজ্য হবে। আর এর জন্য গ্রাহককে কোনও ফি দিতে হবে না।
NPCI তার স্পষ্টীকরণে আরও বলেছে যে, UPI-এর মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করা হলেও কোনও চার্জ দিতে হবে না। এর সঙ্গে গ্রাহকের কাছে UPI ভিত্তিক অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, Rupay ক্রেডিট কার্ড খোলার বিকল্প থাকবে। আপনি প্রিপেইড ওয়ালেট ব্যবহার করতে পারেন। UPI-এর মতে, দেশে প্রতি মাসে ৮ বিলিয়ন UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন হয়। এর জন্য কোনও চার্জ লাগে না।
আরও পড়ুন : UPI Transaction: ইউপিআই-এ নতুন নিয়ম, দু'হাজারের বেশি লেনদেনে দিতে হবে অতিরিক্ত টাকা!