নয়াদিল্লি: অর্থের পরিবর্তে 'ট্যুইটার ব্লু টিক' (Twitter blue mark) পরিষেবা চালু হয়ে গেল ভারতে (india) । আপাতত যা শোনা যাচ্ছে, তাতে মাসিক (monthly) ৭১৯ টাকার বিনিময়ে এই পরিষেবা পাওয়া যাবে। কোনও কোনও ট্যুইটার (twitter) ব্যবহারকারী এর মধ্যে এই মর্মে সংস্থার তরফে পাওয়া 'প্রম্পট'-র (prompt) ছবিও দিয়েছেন। তবে ওই ছবি অনুযায়ী, এ দেশে 'ব্লু টিক'-র জন্য যে পরিমাণ টাকা গুনতে হবে, তার মার্কিন মুলুকের (USA) তুলনায় কিছুটা বেশি। 


কী বলেছিলেন মাস্ক? 
গত ৬ নভেম্বর এই সোশ্যাল মিডিয়া সংস্থার নতুন কর্নধার এলন মাস্ক জানিয়েছিলেন, মাসখানেকের মধ্যেই ভারতে ট্যুইটার ব্লু পরিষেবা শুরু হয়ে যাবে। আরও জানা যায়, কোনও দেশে 'ব্লু টিক'-র খরচ কত হবে তা সেই দেশের ক্রয়ক্ষমতার সাম্যের নীতির সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ হবে। সেক্ষেত্রে আমেরিকার তুলনায় ভারতে এই পরিষেবার মূল্য কিছুটা বেশি হওয়ায় আপাত ভাবে প্রশ্ন উঠছেই।


যা জানা যাচ্ছে...
এখনও পর্যন্ত যা খবর তাতে ভারতে হাতেগোনা কয়েকজনই ট্যুইটারের তরফে এই 'প্রম্পট' পেয়েছেন। গত ১ নভেম্বর ট্যুইটার ব্লু টিক নিয়ে প্রথম ঘোষণা করেন মাস্ক। জানান, ট্যুইটারে 'ব্লু ভেরিফিকেশন টিক মার্ক' এবার থেকে কিনতে পারবেন ইউজাররা। তার জন্য খরচ লাগবে মাসে ৮ ডলার। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন টিক মার্ক যে টাকা দিয়ে কেনা যাবে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে কত টাকা খরচ হতে পারে তা সঠিকভাবে জানা যাচ্ছিল না। সেই টাকার পরিমাণ ট্যুইট করে জানিয়ে দেন খোদ ট্যুইটারের নতুন মালিক। অর্থাৎ ট্যুইটারে ব্লু টিক সমেত ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে চাইলে এখন থেকে ইউজারদের মাসে ৮ ডলার খরচ করতে হবে। এর পাশাপাশি আরও কিছু সুবিধা পাবেন ইউজাররা। যেমন- ট্যুইটে সার্চ করা বা রিপ্লাই করার ক্ষেত্রে ওই নির্দিষ্ট ইউজারদের প্রাধান্য দেওয়া হবে। ট্যুইট করে ইলন মাস্ক একথাও জানান, যে এবার থেকে ব্লু টিক মার্ক থাকা ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডার এবং বাকিদের মধ্যে আর পার্থক্য থাকবে না। ইউজাররা চাইলেই পয়সা খরচ করে কিনে নিতে পারবেন ব্লু টিক মার্ক। এর পাশাপাশি জানা গিয়েছে, ট্যুইটারে যাঁরা অ্যাকাউন্টে ব্লু টিক মার্ক পয়সা দিয়ে কিনবেন তাঁরা বড় ভিডিও বা অডিও পোস্ট করার সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রায় অর্ধেক হয়ে যাবে বিজ্ঞাপনের সংখ্যা। এছাড়াও ট্যুইটারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক প্রকাশকদের নতুন সুযোগ দেওয়া হবে। 
এবার জানা গেল, ভারতে ব্লু টিক মার্কের মূল্য।


আরও পড়ুন:পুলিশের কামড় খাওয়া অরুণিমা পাল-সহ সব আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জামিন পেতেই উচ্ছ্বাস সতীর্থদের