OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থার নতুন ফোন ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে দেশে। ওই নির্দিষ্ট দিনে ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Clous 11) ইভেন্ট হওয়ার কথা। সেখানেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১১ ৫জি এবং ওয়ানপ্লাস বাডস প্রো ২ ট্রু ওয়ারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ হতে চলেছে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন, ফিচার এখনও প্রকাশ্যে আসেনি আনুষ্ঠানিক ভাবে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের তুলনায় কম শক্তিশালী ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনের সঙ্গে ওয়ানপ্লাস কিবোর্ড, ওয়ানপ্লাস টিভি কিউ২ প্রো (৬৫ ইঞ্চি) লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


সূত্রের খবর, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫ হাজার টাকার আশপাশে হতে পারে। ওয়ানপ্লাস সংস্থা এই ফোন চিনের বাজারে লঞ্চ করেছে OnePlus Ace 2 হিসেবে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 


ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাসের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও ইনফিনিক্সের (Infinix) নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ইনফিনিক্স নোট ১২আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।