OnePlus 12 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) - এই দুই ফোন। আগামী ২৩ জানুয়ারি এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। এর আগে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১২ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকতে পারে ভারতীয় মডেলে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর ফোন হল ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) ফোনের সাকসেসর মডেল। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১২আর ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। এই OnePlus Ace 3 ফোন আগামী বছর জানুয়ারি মাসে অর্থাৎ একদম শুরুর দিকে লঞ্চ হতে পারে চিনে। সম্প্রতি ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের দাম এবং রঙ সম্পর্কে আভাস দিয়েছেন এক টিপস্টার। 


টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে জানিয়েছেন, ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হতে পারে কালো এবং সবুজ রঙে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই টিপস্টারের অনুমান, ওয়ানপ্লাস ১২- র দাম ৫৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে শুরু হবে। এক্স মাধ্যমের ওই একই পোস্টে ওয়ানপ্লাস ১২আর ফোন সম্পর্কেও আভাস দিয়েছেন টিপস্টার যোগেশ ব্রার। তাঁর মতে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হতে পারে নীল এবং কালো রঙে। ওয়ানপ্লাস ১২- এই ফ্ল্যাগশিপ মডেলের মতোই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন থাকতে পারে এই ফোনে। যোগেশ ব্রারের মতে ওয়ানপ্লাসের এই ফোনের দাম ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে শুরু হতে পারে। 


ওয়ানপ্লাস ১২আর ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন 


শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং অ্যাড্রয়েড ১৪ বেসড OxygenOS 14- র সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির LTPO 4.0 ProXDR স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে থাকতে পারে গোরিলা গ্লাস ভিক্টাস ২। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি সেনসর আলট্রা ওয়াইড লেন্স সমেত, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ফোন)


এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং Android 14-based ColorOS 14- র সাপোর্ট। এই ফোনে ৬.৮২ ইঞ্চির একটি quad-HD+ (1,440 x 3,168 pixels) LTPO OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে Hasselblad ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত)। এছাড়াও রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৩এক্স অপটিকাল জুম সমেত) এবং ৪৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত)। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC এবং ৫০ ওয়াটের ওয়্যারলে সো ১০ ওয়ায়টের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে? কী প্রসেসর থাকবে?