OnePlus 12: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। কোয়ালকমের লেটেস্ট শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর নিয়ে ওয়ানপ্লাস ১২ ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকবে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। তিনটি রঙে এবং চারটি স্টোরেজ কনফিগারেশন ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১২। এই ফোন আসলে ওয়ানপ্লাস ১১- র (OnePlus 11) সাকসেসর মডেল যা এবছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে এই ফোন। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১২ ফোন গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ভারতেও লঞ্চ হতে পারে। ২৪ জানুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হতে পারে। 


ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে আরও একটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২আর লঞ্চ হতে পারে যা ওয়ানপ্লাস ১১আর ফোনের সাকসেসর মডেল। গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১২আর লঞ্চের সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। 


ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েট সাপেক্ষে)



  • ৬.৮২ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে।

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো শুটার, এখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। আর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেনসর। 

  • ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। 

  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাসেও এইচডি ছবি-ভিডিও ! ইউজারদের জন্য আসছে নতুন ফিচার