Realme Smartphone: রিয়েলমি সি৬৭ ৫জি (Realme C67 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ ডিসেম্বর। ইতিমধ্যেই ফোনের ডিজাইন এবং রঙ প্রকাশ্যে এসেছে। এটি একটি বাজেট সেগমেন্ট (Budget Smartphone) মডেল হতে চলেছে বলে অনুমান। লঞ্চের পর এই ফোন রেডমি ১৩সি ৫জি (Redmi 13C 5G) মডেলের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের সঙ্গে সঙ্গে একটি ৪জি মডেলও (Realme C67 4G) লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ৪জি ভ্যারিয়েন্টেও ৫জি ফোনের মতো লাইম গ্রিন শেড লক্ষ্য করা গিয়েছে। তবে ৫জি মডেলের তুলনায় অন্য রকমের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ৪জি ভ্যারিয়েন্টে। রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। আর রিয়েলমি সি৬৭ ৪জি মডেলে দুটো লেন্স লম্বালম্বি ফোনের ব্যাক প্যানেলে সজ্জিত থাকবে বলে দেখা গিয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের রেয়ার প্যানেলে উপরে বাঁদিকে কোণে একটি ক্যাপস্যুলের মতো ক্যামেরা মডিউল লক্ষ্য করা গিয়েছে। একে বলে ইলিপটিকাল বা উপবৃত্তাকার ক্যামেরা ইউনিট। 


রিয়েলমি সি৬৭ ৪জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে



  • এই ফোনে IPS LCD ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। 

  • এই ফোনে একটি ৬এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। তার সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

  • রিয়েলমি সি৬৭ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI- এর সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ১০৮ মেগাপিক্সেলের ISOCELL HM6 প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে ফোনের রেয়ার প্যানেলে।

  • ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমি এই ৪জি ফোনে মিনি ক্যাপস্যুল ২.০, ডুয়াল স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, এনএফসি কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে।

  • এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। 


আরও পড়ুন- গুগলের নতুন এআই ফিচার Gemini, পাল্লা দেবে ChatGPT 4- এর সঙ্গে, শক্তিশালী করবে Bard এবং পিক্সেল ফোনকে