OnePlus 15: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫ ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এই প্রথম ভারতে কোনও ফোন এই প্রসেসর নিয়ে লঞ্চ হল। এছাড়াও ওয়ানপ্লাসের নতুন ফোনে পাবেন ৬.৭৮ ইঞ্চির QHD+ডিসপ্লে। আর রয়েছে ৭৩০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। অনলাইনে কেনা যাবে ওয়ানপ্লাসের স্টোর এবং অ্যামাজন থেকে। 

Continues below advertisement


ভারতে ওয়ানপ্লাস ১৫- র দাম 


এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭২,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৭৯,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ৬৮,৯৯৯ টাকা। Infinite Black, Sand Storm, Ultra Violet - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫ ফোন। 


ওয়ানপ্লাস ১৫ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। Android 16-based OxygenOS 16- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ডিসপ্লের রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৬৫ হার্টজ। এখানে রয়েছে Sun Display টেকনোলজির সাপোর্ট। এই ফিচারের সাহায্যে সূর্যের আলোয় ফোনের ডিসপ্লে দেখতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও এই ডিসপ্লেতে পাবেন গেমিংয়ের জন্য Eye Comfort ফিচার, থাকবে Eye Comfort রিমাইন্ডার ফিচারের সাপোর্টও। 

  • ওয়ানপ্লাস ১৫ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর - এই তিনটি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ওয়ানপ্লাস ১৫ ফোনে রয়েছে ৭৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের SuperVOOC ওয়্যারড এবং ৫০ ওয়াটের AirVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩৯ মিনিট। 

  • ওয়ানপ্লাস ১৫ ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি সহজে জলে এবং ধুলোয় নষ্ট হবে না। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে আধুনিক অনেক ফিচার। ঝকঝকে ডিসপ্লে, আধুনিক ক্যামেরা- সবই পাওয়া যাবে।