সব প্রতীক্ষার অবসান। অনলাইন বাজারের হাত ধরে আত্মপ্রকাশ ঘটল OnePlus 9 ও OnePlus 9R-এর। কোম্পানি বাজেট ফোন তকমা দিলেও কত দাম পড়ছে নতুন মডেলগুলির ?
সেল শুরু হয়ে গেল ১২টা থেকে। অ্যামাজন প্রাইম মেম্বার ও রেড কেবল ক্লাব মেম্বারদের দরজা খুলল ওয়ানপ্লাস। কোম্পানির দাবি, এই ফোনদুটির মধ্যে OnePlus 9 তাদের 'মিড টায়ার' সেগমেন্টের ফোন। বাকি OnePlus 9R 'বাজেট ফ্রেন্ডলি' ফোন হিসেবেই পরিচিত হবে। সবথেকে বড় বিষয়, দাম ভিন্ন হলেও দুই ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮০০ ক্যাটিগরির চিপসেট দেওয়া হয়েছে। দুটি মডেলেই থাকছে হাই রিফ্রেস রেট ও ফাস্ট চার্জিং। নানা রঙের পাশাপাশি এই দুই ফোনের স্টোরেজ ক্যাপাসিটিও আলাদা।
দুই ফোনের দাম
ভারতে OnePlus 9-এর ৮জিবি ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯টাকা। পাশাপাশি এর ১২জিবি ২৫৬ জবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। তিন রঙে পাওয়া যাবে এই ফোন। আর্কটিক স্কাই, উইনটার মিস্ট ও অ্যাস্ট্রাল ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ফোন। একইভাবে OnePlus 9R-এর ৮জিবি মডেলের দাম করা হয়েছে ৩৯,৯৯৯টাকা। এর ১২ জিবি মডেলের দাম পড়বে ৪৩,৯৯৯ টাকা। কার্বন ব্ল্যাক ও লেক ব্লু রঙে এই ফোন পাওয়া যাচ্ছে।
বুধবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে ফোনের বিক্রি। এদিন অ্যামাজন প্রাইম মেম্বাররা এই ফোন কিনতে পারছেন। নন-প্রাইম মেম্বারদের এই ফোন কেনার জন্য আরও একদিন অপেক্ষা করতে হবে। ১৫এপ্রিল বেলা ১২টো থেকে তারা এই ফোন কেনার সুযোগ পাবেন। ইতিমধ্যেই ফোনে বেশকিছু ছাড় দিচ্ছে কোম্পানি। এসবিআই ক্রেডিট কার্ড থাকলে OnePlus 9R-এ ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
OnePlus 9
নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। এই ফোনের অসাধারণ ডিসপ্লের মধ্যে ফুল এইচডডি প্লাস অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপ সেট রয়েছে এই ফোনে। ফোনের কাজ দ্রুত গতিতে করার জন্য রয়েছে ১২জিবির এলপিডিডিআর৫ র্যাম। ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ভালো ছবি তোলার জন্য তিনটি ক্যামেরা সেট আপ রয়েছে এই ফোনে। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। ওয়াইড অ্যাঙ্গেলে ফটো তোলার জন্য সোনির ৫০ মেগাপিক্সলের ক্যামেরা। এছাড়াও রয়েছে দেওয়া হয়েছে। রয়েছে ২ মেগাপিক্সেলের মনোক্রম সেন্সর। ভালো সেল্ফির জন্য ওয়ানপ্লাস ১৬ মেগাপিক্সলের সোনি ক্যামেরা দিয়েছে। এছাড়াও ৪৫০০ এমএইচ-এর ব্যাটারির সঙ্গে দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে এই ফোনে।
OnePlus 9R
একই ডিসপ্লে সাইজ হলেও এতে অ্যামোলেড ডিসপ্লে নেই। পরিবর্তে কোম্পানি এলসিডি ডিসপ্লে দিয়েছে OnePlus 9R-এ। চিপ সেটের ক্ষেত্রেও কমানো হয়েছে পাওয়ার। এই মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮৭০ চিপ দেওয়া হয়েছে। তবে নতুন এই ফোনে রয়েছে চারটে ক্যামেরার সেট আপ। এখানেও ৪৮ মেগাপিক্সেলের সোনির প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে কোম্পানি। ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সলের মনোক্রম সেন্সর। সামনে OnePlus 9-এর মতোই ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
OnePlus Series Online Launch: প্রতীক্ষার অবসান, বাজারে এল OnePlus 9R, কত দাম ফোনের ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2021 05:16 PM (IST)
OnePlus 9 and OnePlus 9R smartphone Launch Online: সেল শুরু হয়ে গেল ১২টা থেকে। অ্যামাজন প্রাইম মেম্বার ও রেড কেবল ক্লাব মেম্বারদের দরজা খুলল ওয়ানপ্লাস। কোম্পানির দাবি, এই ফোনদুটির মধ্যে OnePlus 9 তাদের 'মিড টায়ার' সেগমেন্টের ফোন। বাকি OnePlus 9R 'বাজেট ফ্রেন্ডলি' ফোন হিসেবেই পরিচিত হবে।
ওয়ান প্লাস স্মার্টফোনে
NEXT
PREV
প্রযুক্তি (technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
14 Apr 2021 05:16 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -