OnePlus 9RT: অ্যামাজনে বিশেষ ছাড় পাবেন OnePlus 9RT স্মার্টফোনে। সেলে এই লেটেস্ট স্মার্টফোনে ৪ হাজার টাকা ছাড়  দেওয়া হচ্ছে। এই ফোন Qualcomm Snapdragon 888 প্রসেসরে চলে। ফোনে ত্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি।


এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার


Amazon Republic Day 2022 Sale: OnePlus 9 RT Price
এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 42,999 টাকা। পাশাপাশি OnePlus 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 46,999 টাকা রেখেছে কোম্পানি।OnePlus 9RT হ্যাকার ব্ল্যাক ও ন্যানো সিলভারে পাওয়া যাচ্ছে। আপনি SBI কার্ড দিয়ে Amazon-এ এই স্মার্টফোনটি কিনলে 4,000 টাকা ছাড় পাবেন। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে 18,650 টাকা পর্যন্ত ছাড় রয়েছে ফোনে। তবে সেই ক্ষেত্রে মোবাইলের অবস্থার ওপর এক্সচেঞ্জ প্রাইস নির্ভর করবে। 


ওয়ান প্লাসের এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


OnePlus 9RT: ফোনের ক্যামেরা
এই ফোনে Sony IMX 766 লেন্স (OIS সক্ষম), 16MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও 2MP ম্যাক্রোলেন্স; 16MP-র ফ্রন্ট সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্ল্যাশের ক্ষেত্রে ডুয়াল LED পাওয়া যাবে।
ক্যামেরার বৈশিষ্ট্য: নাইট মোড, ম্যাক্রো মোড,  পোর্ট্রেট মোড, প্রো মোড, প্যানোরামা, ভিডিও পোর্ট্রেট, স্লো মোশন, ডুয়াল-ভিউ, লং এক্সপোজার মোড, মুভি মোড পাওয়া যাবে ফোনে।
স্ক্রিন: 6.62 ইঞ্চির 120 Hz ফ্লুইড AMOLED স্ক্রিন রয়েছে ফোনে। রেজোলিউশন: 2400 x 1080; অ্যাসপেক্ট অনুপাত: 20:9; ডিভাইসে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে।
অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেমে চলে এই ফোন। 
কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। OnePlus 9RT-তে রয়েছে 4,500 mAh-এর ব্যাটারি।
এটি একটি 5G ফোন। এতে পাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে পাবেন অ্যালেক্সার সুবিধা।


ওয়ান প্লাসের এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে