OnePlus: একটি ইভেন্টে একসঙ্গে চারটি প্রোডাক্ট লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা। এই তালিকায় রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন (OnePlus Nord 4 5G Phone), ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেট (OnePlus Pad 2 Tablet), ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচ (OnePlus Watch 2R) এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো (OnePlus Nord Bud 3 Pro) ইয়ারবাডস। ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে রয়েছে ৫জি সাপোর্ট এবং এই স্মার্টফোনের বিশেষত্ব হল এটি একটিই ধাতু দিয়ে তৈরি হয়েছে। আর তার ফলে ওয়ানপ্লাস সংস্থার 'নর্ড' সিরিজের এই ৫জি ফোন যথেষ্ট শক্তপোক্ত। সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এর পাশাপাশি ওয়ানপ্লাস বাডস ৩ প্রো ইয়ারবাডসে রয়েছে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।


ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোন 


ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে রয়েছে একটি ফ্ল্যাগশিপ স্তরের হার্ডওয়্যার - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সোনি সংস্থার মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। এই ব্যাটারির সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের SUPERVOOC চার্জিং প্রযুক্তির সাপোর্ট, যার সাহায্যে ফোনে ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৮ মিনিট। মাত্র ৫ মিনিট চার্জ দিলে এই ফোনে আপনি অন্তত ৫ ঘণ্টা টানা নেটফ্লিক্স দেখার পরিষেবা পাবেন, এমনটাই দাবি ওয়ানপ্লাস সংস্থার। Obsidian Midnight, Mercurial Silver এবং Oasis Green - এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন। 


ওয়ানপ্লাস প্যাড ২ 


ওয়ানপ্লাসের এই ট্যাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও এই ট্যাবে ইউজাররা পাবেন ১২.১ ইঞ্চির একটি বড় সাইজের 3K ডিসপ্লে। এর সঙ্গে থাকছে ৬টি স্টিরিও স্পিকার। এর পাশাপাশি ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবে রয়েছে ৯৫১০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ৪৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই চার্জ বজায় থাকবে ব্যাটারিতে। তার ফলে ইউজারদের ব্যবহারে যে বেশ সুবিধা হবে এটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে। ওয়ানপ্লাসের এই ট্যাবে রয়েছে ৬৭ ওয়াটের SUPERVOOC ফ্ল্যাশ চার্জ টেকনোলজি। এর সাহায্যে ট্যাবের ব্যাটারিতে পুরো চার্জ হতে সময় লাগবে ৮১ মিনিট। Nimbus Gray রঙে এবং একটিই ধাতু দিয়ে তৈরি হয়েছে ওয়ানপ্লাসের এই শক্তপোক্ত ট্যাব যা ৬.৪৯ মিলিমিটার পুরু এবং ওজন ৫৮৪ গ্রাম, বেশ হাল্কাই। 


ওয়ানপ্লাস ওয়াচ ২আর 


এই স্মার্টওয়াচে রয়েছে গুগলের Wear OS 4- এর সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। ফরেস্ট গ্রিন এবং গানমেটাল গ্রে- এই দুই রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাস ওয়াচ ২আর মডেল। 


ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো 


এই ইয়ারবাডসে রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আলট্রা ওয়াইড ফ্রিকোয়েন্সি রেঞ্জে প্রায় যে কোনও পরিস্থিতিতে আশপাশে আওয়াজ এড়িয়ে স্পষ্ট শব্দ শুনতে আপনাকে সাহায্য করে এই ইয়ারবাডস। 


তথ্যসূত্র- আইএএনএস 


আরও পড়ুন- ৩০ হাজার টাকার কমে কেনা যাবে আইফোন ! কোথায় পাবেন এমন অফার ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।