নয়া দিল্লি : Nord CE 5G-র পর, নর্ড সিরিজের আরও একটি নতুন স্মার্ট ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস। দাম থাকবে আয়ত্তের মধ্যে। শীঘ্রই ওয়ানপ্লাসের নতুন নর্ড ফোন OnePlus Nord 2-র আত্মপ্রকাশ হতে চলেছে। তবে, এই ফোন অবাক করতে পারে ভারতীয় ক্রেতাদের।
ফোনটি মেডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট ক্ষমতাবিশিষ্ট । যার অর্থ, ভারতে এটি ওয়ানপ্লাসের প্রথম স্মার্টফোন হতে চলেছে যার কোয়ালকম স্নাপড্রাগন চিপ নেই।
সাধারণত, ভারতে স্মার্টফোনের ক্রেতারা মনে করেন, কোয়ালকম স্নাপড্রাগন চিপসেট অনেক বেশি ক্ষমতাশালী। মেডিয়াটেক, এক্সাইনোস ও অন্যান্যদের থেকে যার ব্যাটারি ব্যাকআপ ভাল।
Nord 2-র আকারে OnePlus Nord- এর দ্বিতীয় সংস্করণ আনতে চলেছে ওয়ানপ্লাস। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসেই এর উদ্বোধন হতে পারে। যদিও এটা নিশ্চিত কি না তা জানা যায়নি।
সম্প্রতি একটি ওয়েবসাইটে OnePlus Nord 2-র স্মার্টফোনের ভ্যারিয়েন্ট দেখা গেছে। যার RAM ৮ জিবি। এছাড়া OnePlus Nord 2-এ ট্রিপল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেডের ডিসপ্লে বিশিষ্ট এই ফোনে একইরকম ব্যাটারি এবং চার্জিং বৈশিষ্ট্য থাকবে যা OnePlus Nord CE 5G-তে ছিল। অবশ্যই তা ৫জি নেটওয়ার্কের।
গতবছর ওয়ানপ্লাস নর্ড বাজারে আসার পর থেকেই মিড সেগমেন্টে সেল বাড়তে থাকে চিনা কোম্পানির। এমনকী অনলাইনে ভাল রেটিং পায় এই ফোন। স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে একটা কৌতূহল রয়েছে ক্রেতাদের মধ্যে। OnePlus Nord 2-এর বৈশিষ্ট্য কেমন হবে ? যেটা জানা যাচ্ছে, OnePlus 9-এর মতো মতো দেখতে হতে পারে OnePlus Nord 2। চলতি বছরেরই গোড়ার দিকে লঞ্চ হয়েছিল OnePlus 9।
ক্যামেরা কেমন হবে OnePlus Nord 2-এর ? ৫০ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল শুটার থাকতে পারে। খবর অনুযায়ী, সিঙ্গল ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকবে। ভারতের বাজারে দাম পড়তে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকা।