OnePlus Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ফোন (OnePlus Phone)। এবার আসতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোন (OnePlus Nord 5)। এই ফোনের সম্ভাব্য দাম এবং লঞ্চের সময় সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ই চিপসেট। বলা হচ্ছে, ওয়ানপ্লাস Ace ৫ভি ফোনের (OnePlus Ace 5v) মডিফায়েড ভার্সান (Modified Version) হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোন। এক্ষেত্রে উল্লেখ্য, ওয়ানপ্লাস Ace ৫ভি ফোন চিনে লঞ্চ হতে পারে চলতি মাসের শেষের দিকে কিংবা পরের মাসের শুরুতে। এদিকে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন ভারতে লঞ্চ হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে এবং এই মডেল ছিল ওয়ানপ্লাস Ace ৩ভি ফোনের একটি rebadged ভার্সান। অনুমান, চিনে লঞ্চের পর ভারতে হয়তো এবারও জুলাই মাসেই ওয়ানপ্লাস নর্ড ৫ ফোন লঞ্চ হতে পারে। যদিও ওয়ানপ্লাস সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি এখনও। টিপস্টার দেবায়ন রায় এক্স মাধ্যমে জানিয়েছেন, জুন কিংবা জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে। আর এই ফোনের দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকার কম থেকেই।
ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন একনজরে
- এই ফোনে একটা ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- ওয়ানপ্লাসের আসন্ন ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ই চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে, যার সঙ্গে আবার যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে এই ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে একটি ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে।
- এই ফোনে ডুয়াল স্পিকার থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি আইআর ব্লাস্টার এবং একটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। গ্লাস ব্যাক এবং প্লাস্টিক মিডল ফ্রেম থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে।