OnePlus Nord CE 3: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) লঞ্চের পরিকল্পনা করছে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি সংস্থা। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লঞ্চ হয়েছে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে। তার সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩। এই নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে তিনটি ক্যামেরা সেনসর। তবে আগের তুলনায় পরিবর্তন আসতে পারে ফোনের ডিজাইনে। এই ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের পিছনের অংশে থাকতে পারে দুটো বড় ক্যামেরা কাট আউট। সেখানে বড় কাট আউটে প্রাইমারি ক্যামেরা সেনসর এবং তুলনায় ছোট কাট আউটে বাকি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। ব্ল্যাক ফিনিশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস এক্স এবং সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন মডেলের মতো ডিজাইন থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে। একাধিক রঙে ওয়ানপ্লাসের নতুন ফোন লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনের ট্রিপল এয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে ওয়ানপ্লাসের আসন্ন ফোনে।
OnePlus Nord CE 3: ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে, কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন
ABP Ananda | Sohini Chakrabarty | 30 Nov 2022 04:07 PM (IST)
OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
Xiaomi 13 Series: শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series) পয়লা ডিসেম্বরেই লঞ্চ হতে চলেছে চিনে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে শাওমি ১৩ (xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro)- এই দুই ফোন। শাওমি ১৩ সিরিজের ফোনে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এর পাশাপাশি শাওমি সংস্থা ১ ডিসেম্বরেই লঞ্চ করবে MIUI 14, শাওমি বাডস ৪ এবং শাওমি ওয়াচ এস২। এছাড়াও শোনা গিয়েছে, শাওমি ১৩ সিরিজের ফোনে হাই এন্ডের OLED প্যানেল থাকতে চলেছে। এই সিরিজের স্মার্টফোনগুলি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে। ভারতেও শাওমি ১৩ সিরিজের ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শাওমি ১৩ সিরিজের দুটো ফোনে চমক থাকতে পারে ক্যামেরা ফিচারে। অন্তত বিভিন্ন সূত্রে তেমনই আভাস পাওয়া গিয়েছে। তবে কী ধরনের ক্যামেরা সেটআপ থাকবে বা কোন মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি।
Published at: 30 Nov 2022 04:07 PM (IST)