OnePlus Nord CE 3 Price Cut: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord Ce 3) ফোনের দাম (Price Cut) আবারও কমেছে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এরপর গতবছর নভেম্বর মাসেই প্রথমবার দাম (OnePlus Nord CE 3 Price Dropped) কমেছিল এই ফোনের। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি (8 GB RAM And 128 GB Storage) স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম লঞ্চের সময়ের তুলনায় কমেছিল ২০০০ টাকা। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। সম্প্রতি ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সাকসেসর মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনও ভারতে লঞ্চ হয়েছে।
দাম কমার পর এখন ভারতে কত টাকায় কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন
গতবছর জুন মাসে লঞ্চের সময় এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। নভেম্বর মাসে এই ফোনের দাম কমেছিল এবং সেই সময় দাম হয়েছিল ২৪,৯৯৯ টাকা। এখন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯০ টাকা। নভেম্বর মাসের তুলনায় আরও ২০০৯ টাকা দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের বেস মডেলের। এর পরেও থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্ট। আইসিআইসিআই এবং এইচডিএফসি- এই দুই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ২০,৯৯০ টাকা।
ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে ২২,৯৯৯ টাকা। নভেম্বরের তুলনায় ২০০০ টাকা কমে। Aqua Surge এবং Grey Shimmer- এই দুই রঙে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন। শুধুমাত্র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দামই কমেছে। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ছাড় নেই।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু রিয়েলমি পি১ ৫জি সিরিজের, দাম কত ফোনের, কী কী অফার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।