নয়া দিল্লি: ভারতীয় মোবাইল বাজারে ফের ধামাকার অপেক্ষা। এবার নর্ডের নয়া ভার্সন আনছে ওয়ানপ্লাস। আগামী ১০ জুন লঞ্চ হওয়ার কথা এই ফোনের।
আগে মিড রেঞ্জের দামে ফ্ল্যাগশিপ ফোন এনে বিশ্বকে চমকে দিয়েছিল এই কোম্পানি। সব থেকে অবাক করার বিষয় ওয়ান প্লাসের ইউজার ইন্টারফেস। যার দরুণ বেড়েই চলেছে কোম্পানির গুণগ্রাহীর সংখ্যা। ফ্ল্যাগশিপ মার্কেটে বাজার দখলের পর সম্প্রতি মিডরেঞ্জেও নজর দিয়েছে ওয়ানপ্লাস। যার ফলে বাজারে এসেছে OnePlus Nord। এবার নর্ডের নয়া মডেল আনছে কোম্পানি। যাকে ঘিরে উৎসাহের অন্ত নেই টেক ব্লগারদের মধ্যে।
OnePlus Nord CE 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনের সাম্প্রতিক গোপন তথ্য বলছে, ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে নর্ডের নয়া মডেলে। পাশাপাশি ৯০ হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মনে করা হচ্ছে, মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হবে না এই ফোনে। পরিবর্তে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৫০জি প্রসেসর পাচ্ছে ফোন। স্টোরেজের ক্ষেত্রে দেওয়া হবে ৬জিবি, ৬৪ জিবি ছাড়াও ৮জিবি, ১২৮ জিবি ভ্যারিয়েন্ট। গিকবেঞ্চ লিস্টিংয়ে ১২ জিবির ভ্যারিয়েন্টেও দেখা গিয়েছে এই ফোনের। সেক্ষেত্রে ১২ জিবির সঙ্গে ২৫৬ জিবি মডেল আনতে পারে ওয়ানপ্লাস। আগের মতো অ্যান্ড্রয়েড ১১ দেওয়া হয়েছে ফোনে।
কেমন হতে পারে ক্যামেরা ?
OnePlus Nord CE 5G-তে তিনটে ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেক্ষেত্রে প্রাইমারি সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেইন সেন্সর দিতে পারে কোম্পানি। বাকি সেকেন্ডারি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। সম্ভবত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেখানে। এছাড়াও থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে সেলফির জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS)থাকছে কি না তা এখনও জানা যায়নি। তবে ফোনে ৪৫০০ এমএইচের ব্যাটারি দেওয়া আছে বলে টিপস্টার সূত্রে খবর।
বিভিন্ন টেক সাইটের জল্পনা বলছে, আগের থেকে ২ হাজার টাকা কম দামে নয়া মডেল বাজারে ছাড়বে ওয়ান প্লাস। সেই ক্ষেত্রে OnePlus Nord CE 5G-র দাম হতে পারে ২২,৯৯৯টাকা। বর্তমানে ওয়ানপ্লাস নর্ডের দাম ২৪,৯৯৯টাকা। ফোনে এবারও থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। ৩.৫ এমএম অডিও জ্যাকের সুবিধা।