OnePlus Open: ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন (OnePlus's First Foldable Phone) 'ওয়ানপ্লাস ওপেন' (OnePlus Open) লঞ্চ হল ভারতে। একইদিনে গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট রয়েছে এই ফোনে। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৭.৮২ ইঞ্চির AMOLED ইনার ডিসপ্লে এবং ৬.৩১ ইঞ্চির আউটার স্ক্রিন। দুটো প্যানেলেরই রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে তিনটি Hasselblad ব্র্যান্ডের রেয়ার ক্যামেরা সেনসর। এর মধ্যে একটি সোনি সংস্থার নেক্সট জেনারেশন LYTIA-T808 "Pixel Stacked" CMOS সেনসর। ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে দুটো সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


ওয়ানপ্লাস ওপেন ফোনের দাম


এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯৯৯ টাকা। Emerald Dusk এবং Voyager Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন। ওয়ানপ্লাসের ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন থেকেও এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর ফোনের বিক্রি শুরু হবে ২৭ অক্টোবর থেকে। 


ওয়ানপ্লাস ওপেন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স বেসড OxygenOS 13.2- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।

  • ওয়ানপ্লাস ওপেন ফোনে ৭.৮২ ইঞ্চির ২কে রেজোলিউশন যুক্ত Flexi-fluid LTPO 3.0 AMOLED ইনার ডিসপ্লে রয়েছে। এর উপরে রয়েছে Ultra Thin Glass প্রোটেকটিভ ম্যাটেরিয়াল লেয়ার। 

  • এছাড়াও এই ফোনে ৬.৩১ ইঞ্চির আউটার ডিসপ্লে রয়েছে। সেখানে রয়েছে ২কে রেজোলিউশন। এই ডিসপ্লে একটি LTPO 3.0 Super Fluid AMOLED স্ক্রিন। এখানে আবার রয়েছে সেরামিক গার্ড প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল। 

  • ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনের দুটো স্ক্রিনই TÜV Rheinland Intelligent Eye Care সার্টিফায়েড। 

  • ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে রয়েছে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এই প্রাইমারি ক্যামেরার সঙ্গে যুক্ত রয়েছে Sony LYT-T808 “Pixel Stacked” CMOS সেনসর। এছাড়াও এখানে ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। 

  • এই ফোল্ডেবল ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে যেখানে যুক্ত রয়েছে OmniVision OV64B সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৩৩.৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরে। ৩কেস অপটিকাল জুম, ৬এক্স ইন-সেনসর জুম, প্রায় ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্টও রয়েছে এই ক্যামেরা সেনসরে। 

  • উল্লিখিত দুটো ক্যামেরা সেনসর ছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এখানে Sony IMX581 সেনসর এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরের সাহায্যে। 

  • ওয়ানপ্লাস ওপেন ফোনের ইনার ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যেখানে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৯১ ডিগ্রির ফিল্ড অফ ভিউ রয়েছে। এটি একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে আউটার ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেখানেও ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৮৮.৫ ডিগ্রির ফিল্ড অফ ভিউ রয়েছে। 


আরও পড়ুন- একই ফোনে একটিই অ্যাপের মধ্যে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!