নয়াদিল্লি: 'নিট' পরীক্ষার প্রস্তুতির জন্য মেয়েকে মানসিক ভাবে চাঙ্গা করতে তাঁরই সঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন বাবা। ফল? বাবা-মেয়ে দু'জনে এক সঙ্গে 'নিট' পাশ করেছেন। তবে সাফল্যের এই দুরন্ত কাহিনিতে রয়েছে একটি 'ট্যুইস্ট'। কী সেটি? 


বাবা-মেয়ের সাফল্য...
পেশায় নিউরোসার্জন প্রকাশ খৈতান ডাক্তার হিসেবে অত্যন্ত সফল। দিনভর ভীষণ ব্যস্ত থাকেন। তা বলে মেয়ের দিকে খেয়াল নেই, তা নয়। ১৮ বছরের মিতালী ডাক্তার হতে চান। সেই মতো নিট পরীক্ষার প্রস্তুতি নিতে হত তাঁকে। ঠিকঠাকই চলছিল প্রস্তুতি। বাধ সাধল কোভিড অতিমারি। প্রকাশের কথায়, 'কোভিড ১০-এর পর থেকে লেখাপড়ায় উৎসাহ হারিয়ে ফেলছিল আমার মেয়ে। রাজস্থানের কোটায় কোচিং ইনস্টিটিউটে ওকে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু ও কোনও কারণে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। বাড়ি ফিরে আসে।' এদিকে জাতীয় স্তরে এমবিবিএসের সিট পেতে হলে কতটা প্রতিযোগিতা করতে হয়, সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন অভিজ্ঞ চিকিৎসক। তাই মেয়েকে উৎসাহ দিতে নতুন পন্থা খুঁজে বের করেন। কী সেই পন্থা? মেয়ের পাশাপাশি নিজেও নিট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন প্রকাশ। তুমুল ব্যস্ততার ডাক্তারি জীবনের মধ্যে সময় বের করেই লেখাপড়া করেন। মেয়ে যাতে বাবাকে দেখে পড়াশোনা করতে উৎসাহ পায়, সে জন্যই এত চাপ নিয়ে সবটা করেন নিউরোসার্জেন। পোড়খাওয়া ডাক্তারের কথায়, ' মেডিক্যালে পড়াশোনা করব বলে ১৯৯২ সালে সিপিএমটির প্রস্তুতি নিয়েছিলাম। তার প্রায় ৩০ বছর পর সেই একই জিনিস নিয়ে চর্চা করলাম।' লক্ষ্য একটাই। মেয়েকে পরীক্ষায় সাফল্য পেতে কঠোর পরিশ্রমের জন্য উৎসাহ জুগিয়ে যাওয়া। সে জন্য নিজের তুমুল ব্য়স্ততার মধ্যেও লেখাপড়ার সময় বের করে নিয়েছিলেন তিনি। 



এর পর...
গত জুন মাসে যখন ২০২৩ সালের নিট পরীক্ষার ফলাফল ঘোষণা হয়, তাতে দেখা যায় মিতালী বাবার থেকেও বেশি নম্বর পেয়েছেন। তাতে গর্বে বুক চওড়া হয়ে গিয়েছে প্রকাশ খৈতানের। মিতালী যেখানে ৯০ পার্সেনটাইলের উপর পেয়েছিলেন, সেখানে নিউরোসার্জেন হয়েও প্রকাশ খৈতান পান ৮৯ পার্সেনটাইল। ৮ বছরের শিশুর উপর ৮ ঘণ্টা টানা সার্জারি করে ২৯৬টি সিস্ট বের করার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই চিকিৎসকের। প্রয়াগরাজে রীতিমতো জনপ্রিয় ডাক্তার খৈতান। কিন্তু মেয়ের সাফল্যের সামনে এখন সে সবই কিছুটা হলেও ফিকে লাগছে বাবার।


আরও পড়ুন:পৃথিবীর গায়ে 'কালো ছোপ'! 'অভূতপূর্ব' এক দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়


Education Loan Information:

Calculate Education Loan EMI