OnePlus Pad: ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১১ সিরিজের (OnePlus 11 Series Phone) দুটো নতুন ফোন ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস ১১আর। এই ফোন দু'টির সঙ্গেই ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছিল যে তারা ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) লঞ্চ করেছে। এই প্রথম ওয়ানপ্লাস সংস্থা ট্যাবলেট লঞ্চ করেছে। সম্প্রতি শোনা গিয়েছে, এই ট্যাব কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। তবে এখনই চাইলে এই ট্যাব কিনতে পারবেন না আগ্রহীরা। কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ওয়ানপ্লাসের এই ট্যাবলেট কেনা যাবে। এপ্রিল মাসেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। তবে ওয়ানপ্লাস সংস্থার প্রথম ট্যাবলেটের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। 


ওয়ানপ্লাস প্যাডের ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ট্যাবে রয়েছে ১১.৬ ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট রয়েছে ওয়ানপ্লাসের এই ট্যাবলেটে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

  • ওয়ানপ্লাসের প্রথম ট্যাবের ব্যাক প্যানেলে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর ট্যাবের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এছাড়াও এই ট্যাবে রয়েছে ৯৫১০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের মতো ব্যাটারির নিরাপত্তার কারণে এই ট্যাবে রয়েছে Battery Health Engine। 

  • ওয়ানপ্লাসের এই ট্যাব পরিচালিত হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ট্যাবে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। এছাড়াও রয়েছে সেলুলার ডেটা শেয়ারিং ফিচার। ওয়ানপ্লাস ফোনের সঙ্গে এই ট্যাব অটো কানেক্ট হয়ে যাবে, তেমনই ফিচার রয়েছে। 


Oppo Find N2 Flip: ওপ্পো (Oppo) সংস্থা আগেই জানিয়েছিল যে ভারতে তাদের নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ- এই ফোন লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি লঞ্চ হবে ভারতেও। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


iQoo Neo 7 5G: ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোন (iQoo Neo 7 5G)। জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 


আরও পড়ুন- জমজমাট ফেব্রুয়ারি, ভারতে আসছে এই ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা