OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে দেশে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও আনুষ্ঠানিক লঞ্চের আগে ওয়ানপ্লাস ১৩এস ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাসের এই ফোনে থাকতে চলেছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এছাড়াও থাকবে একটি ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ফোনে একটি 'প্লাস কি' থাকতে চলেছে। এই একটা বাটনের সাহায্যে একাধিক কাজ করা যাবে। ওয়ানপ্লাস ১৩টি ফোনেও রয়েছে একটি কাস্টোমাইজেবল শর্টকাট কি। চিনে এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছে। অনুমান, এই ফোনের কাস্টোমাইজেবল শর্টকাট কি- এর মতোই কাজ করবে ওয়ানপ্লাস ১৩এস ফোনের 'প্লাস কি'। 

এক্স মাধ্যমে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে যে তাদের আসন্ন ফোনে 'প্লাস কি' থাকতে চলেছে। একটি টিজার প্রকাশ করা হয়েছে এক্স পোস্টে। সেখানে দেখা গিয়েছে, এই 'প্লাস কি' একটি কাস্টোমাইজেবল ফিচার। আর এই 'প্লাস কি' কাজ করবে অ্যালার্ট স্লাইডার, ব্রাইটনেস কন্ট্রোল এবং এক ক্লিকে এআই ফিচার অ্যাকসেস করার মূল বাটন হিসেবে। ফোনের সাইডের বাঁদিকের অংশে থাকতে চলেছে এই 'প্লাস কি', যেখানে আগে ছিল ত্রি-স্তরীয় অ্যালার্ট স্লাইডার। ওয়ানপ্লাস ১৩টি ফোনের ডিজাইনের সঙ্গেও ওয়ানপ্লাস ১৩এস ফোনের অনেক মিল থাকবে বলে অনুমান। ভারতে কালো, সবুজ এবং গোলাপি রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১৩এস ফোন। ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতেপারে। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার ই-স্টোর থেকে। 

ওয়ানপ্লাস ১৩এস ভারতে লঞ্চ হতে পারে তিনটি রঙে। কালো, সবুজ এবং গোলাপি এই তিন রঙে লঞ্চ হতে পারে ফোনটি। এক্স মাধ্যমে ওয়ানপ্লাসের তরফে একটি ভিডিও টিজার প্রকাশ করে তেমনটাই জানানো হয়েছে। তবে এখনও ওয়ানপ্লাস কর্তৃপক্ষ তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ওয়ানপ্লাস ১৩টি ফোন যা চিনে লঞ্চ হয়েছে এপ্রিল মাসে, তার সঙ্গে শুধু ডিজাইন নয়, ফিচারের দিক থেকেও ওয়ানপ্লাস ১৩এস ফোনের অনেক মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।