ChatGPT 4o: সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন ফ্ল্যাগশিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) মডেল GPT-4o। ইতিমধ্যেই এই লেটেস্ট এআই মডেল (AI Model) নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। আর GPT-4o- এর সঙ্গে সঙ্গে উঠে এসেছে এক নতুন নাম, প্রফুল্ল ধারিওয়াল (Prafulla Dhariwal)। স্বয়ং OpenAI সংস্থার সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) এই যুবকের প্রশংসায় পঞ্চমুখ। এক্স মাধ্যমে স্যাম ঘোষণা করেছেন ChatGPT 4o তৈরিই হতো না যদি সঙ্গে প্রফুল্ল থাকতেন। 


প্রফুল্লর প্রশংসায় কী বলেছেন স্যাম অল্টম্যান? 


এক্স মাধ্যমে একটি পোস্ট করে OpenAI সংস্থার সিইও স্যাম অল্টম্যান বলেছেন, দীর্ঘদিন ধরে প্রফুল্ল ধারিওয়ালের দূরদর্শিতা, প্রতিভা, সংকল্প এবং প্রত্যয় না থাকলে GPT-4o তৈরি হতো না।


কে এই প্রফুল্ল ধারিওয়াল? 


পুণের বাসিন্দা প্রফুল্লর যে একটা ঝাঁ-চকচকে, দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ার রয়েছে সেকথা নিশ্চিত প্রায় সকলেই আন্দাজ করে নিয়েছেন। বিজ্ঞানের জগতেও প্রফুল্লর সাফল্য কোনও অংশে কম নয়। ২০০৯ সালে তিনি জিতে নিয়েছিলেন ভারত সরকারের 'ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ'। ওই একই বছরে পেয়েছিলেন স্বর্ণপদক। চিনে আয়োজিত হয়েছিল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। সেখানেই সোনার মেডেল জিতেছিলেন প্রফুল্ল ধারিওয়াল। এখানেই শেষ নয়। ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাথেমেটিকাল অলিম্পিয়াড এবং ২০১৩ সালে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড- এই দুই প্রতিযোগিতাতেই স্বর্ণপদক জিতে নিয়েছিলেন প্রফুল্ল। ছাত্র হিসেবে পুণের এই বাসিন্দা যে বরাবরই নজর কেড়েছেন সকলের তার উজ্জ্বল প্রমাণ ছড়িয়ে রয়েছে প্রফুল্লর কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে। 


শুধু পদক জয় নয়, বিভিন্ন পরীক্ষায় প্রফুল্লর পাওয়া নম্বরও তাক লাগিয়ে দেবে আপনাকে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত- এই তিন বিষয়ে মোট ৩০০- র মধ্যে প্রফুল্ল ধারিওয়াল পেয়েছিলেন ২৯৫ নম্বর। এর পাশাপাশি মহারাষ্ট্র টেকলিনাল কমন এন্ট্রান্স টেস্ট (MT-CET)- তেও দুর্দান্ত রেজাল্ট ছিল প্রফুল্লর। তিনি পেয়েছিলেন ১৯০ নম্বর। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই-মেইনস) তাঁর প্রাপ্ত নম্বর ৩৬০- এর মধ্যে ৩৩০। শিক্ষাগত দক্ষতার কারণে, ২০১৩ সালে প্রফুল্ল ধারিওয়ালকে বার্ষিক আবাসাহেব নারাভানে স্মারক পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এই সম্মান প্রদান করে মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন (MSBSHSE)। 


দেশে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে প্রফুল্ল পাড়ি দিয়েছিলেন বিলেতে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এমআইটি থেকে ব্যাচেলরস ডিগ্রি পেয়েছেন তিনি, কম্পিউটার সায়েন্স (ম্যাথেমেটিক্স)- এ। ২০১৭ সালে স্নাতক হন তিনি। কিন্তু তার একবছর আগে থেকেই অর্থাৎ ২০১৬ সাল থেকে ইন্টার্ন গবেষক হিসেবে OpenAI সংস্থার সঙ্গে যাত্রা শুরু করেন প্রফুল্ল ধারিওয়াল। বিগত বছরগুলিতে ক্রমশ একজন দক্ষ গবেষক বিজ্ঞানী হওয়ার দিকে এগিয়েছেন তিনি। শুধু GPT-4o নয়, তার আগে GPT-3, যুগান্তকারী টেক্সট-টু-ইমেজ প্ল্যাটফর্ম DALL-E 2, মিউজিক জেনারেটর Jukebox এবং reversible generative model Glow- এর ক্ষেত্রেও প্রফুল্লর অবদান সুস্পষ্ট ছাপ রেখেছে। 


আরও পড়ুন- ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে ৫৪ লক্ষ টাকা খোয়ালেন অন্তঃসত্ত্বা ! 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।