ব্রতদীপ ভট্টাচার্য ও সোমনাথ দাস, ঘাটাল: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ভোটগ্রহণের আগেই এবার ভাইরাল হল ঘাটালের একটি অডিও। সেই ভাইরাল অডিওটি (Audio clip controversy) নিজের এক্স হ্যান্ডেলে রিপোস্ট করে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে (TMC Candidate Dev) নিশানা করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (BJP Candidate Hiran Chattopadhyay)।
ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে, এক মহিলাকে দেবের সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই মহিলা ফোন করে দেবকে অভিযোগ করছেন যে তাঁর রাম নামে যিনি পিএ আছেন তিনি চাকরি দেওয়ার নাম করে ওই মহিলার থেকে ৯ লক্ষ টাকা নিয়েছেন। এই বিষয়ে দেবের ঘনিষ্ঠ সায়ন্তন নামে এক ব্যক্তিকেও ফোন করে তিনি বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন। অভিযোগ করেন, রাম টাকা নেওয়ার পর না চাকরি দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনকে বলার পরেও তিনি কোনও রেজাল্ট পাননি বলে দাবি করেন। ফোনে ওই মহিলার সমস্ত কথা শোনার পর দেব বিষয়টি খতিয়ে দেখবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
অডিও ক্লিপটি রিপোস্ট করে হিরণ চট্টোপাধ্যায় দেবকে চ্যালেঞ্জ করে বলেন, দেবের পিএ-কে দিয়ে চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়েছে। এই অডিও ক্লিপটি যদি ভুয়ো হলে দেব কোর্টে যান। এর আগেও দেখেছি ওঁরই একজন সঙ্গে থাকত। বলেছিল পিএ টাকা নিয়েছে। একজনকে টাকা নিয়ে ফেরতও দিয়েছে। এই মহিলা বলছেন ৯ লক্ষ টাকা দিয়েছেন। দেব আগেও বলেছেন, ও কিছু জানে না। যদি না জানে তাহলে এই মহিলা বললেন কীভাবে?
আরও পড়ুন: Loksabha Elections 2024: বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের
অন্যদিকে ভোটে জেতার জন্য হিরণ নোংরা রাজনীতি করছেন বলে পাল্টা আক্রমণ করেছেন দেব। এপ্রসঙ্গে তিনি বলেন, এটা কি বেশি বাড়াবাড়ি হচ্ছে না? অডিও এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে আমাকে মিথ্যে বদনাম করার চেষ্টা করছে। এমন কোনও মহিলার সঙ্গে কথা বলেছি বলে মনে পড়ছে না। এইভাবে কী হিরণ জিততে পারবে? দেখা যাক। আমি চাই না এর মধ্যে ঢুকতে। কারণ, ও এভাবে জিততে পারবে? ৪ জুন দেখা যাবে, জিততে পারবে কি পারবে না।
ডিসক্লেমার: ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।