Oppo A3 Pro: চিনে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩ প্রো (Oppo A3 Pro) ফোন। বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম ফুল লেভেল ওয়াটারপ্রুফ (Full Level Waterproof Phone)  ফোন। ওপ্পো সংস্থার এই ফোনে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপ৬৬ সার্টিফিকেশন রয়েছে। শোনা গিয়েছে, ভারতেও এই ফোন দ্রুত লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। আর ওপ্পো (Oppo Smartphones) সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি ভারতে ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে ওপ্পো এ২ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। জানা গিয়েছে, নতুন ওপ্পো এ৩ প্রো ফোনের ফ্রন্ট এবং ব্যাক সারফেস, দু'ক্ষেত্রেই রয়েছে শক্তপোক্ত কাচের প্যানেল। এর পাশাপাশি শোনা যাচ্ছে একটি বিখ্যাত সুইস সংস্থা ওপ্পো এ৩ প্রো ফোনের ড্রপ রেজিসট্যান্ট টেস্ট করেছিল। সেখানে ওপ্পোর এই ফোন ফাইভ স্টার পেয়েছে। 


ওপ্পো এ৩ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক 



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ এবং ওপ্পো সংস্থার ColorOS 14- এর সাপোর্টে।

  • ৬.৭ ইঞ্চির ফুল এচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED কার্ভড স্ক্রিন রয়েছে ওপ্পো এ৩ প্রো ফোনে। এর উপরে রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন।

  • ৩৬০ ডিগ্রি অ্যান্টি ফল বডি সার্টিফিকেশন রয়েছে এই ফোন, এমনই দাবি ওপ্পো সংস্থার। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ওপ্পো এ৩ প্রো ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ওপ্পপ এ৩ প্রো ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ই-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ওয়াটার রেজিসট্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই ফোন ডাস্ট রেজিসট্যান্ট। 


আরও পড়ুন- ১৫ হাজারের মধ্যে ৫জি ফোন কিনবেন ভাবছেন? নজর রাখুন অ্যামাজনে, কোন কোন মডেল পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।