Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন (Oppo A3x 4G)। ওপ্পো সংস্থার এই ৪জি ফোন একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪জি র্যাম। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওপ্পোর এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
ভারতে ওপ্পো এ৩এক্স ৪জি ফোনের দাম কত, কী কী রঙে পাওয়া যাচ্ছে, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে - জেনে নিন বিস্তারিত
ওপ্পো এ৩এক্স ৪জি ফোনের ৪জি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। নেবুলা রেড এবং ওশান ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন। কেনা যাবে ওপ্পো সংস্থার অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল চ্যানেল থেকে। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি।
ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাহায্যে।
- ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে। এটি একটি এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ চিপসেট। এর সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত রয়েছে।
- ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে যার সাহায্যে ইউজাররা ৭৮ ডিগ্রি ফিল্ড ভিউ পাবেন।
- এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং সেখানেও ৭৮ ডিগ্রির ফিল্ড ভিউ পাওয়া যাবে।
- ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে সর্বোচ্চ ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। তবে এর পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস রয়েছে।
- এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। ৩.৫ মিলিমিটারের হেডফোন পোর্ট রয়েছে এই ফোনে।
- ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনে।
- এছাড়াও রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৮৬ গ্রাম।
আরও পড়ুন- ভারতে আসছে নতুন ফোন, থাকবে শক্তিশালী চিপ, ডিভাইস কাজ করবে দ্রুত