Oppo A78 5G: ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোনে লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পো 'এ' সিরিজের (Oppo A Series Phone) এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও ৭০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৮ ৫জি ফোন। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ওপ্পো এ৭৮ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোনে ২৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে ওপ্পো সংস্থা। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলে একটি নচ ডিজাইন। সেখানে যুক্ত রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


ওপ্পো এ৭৮ ৫জি ফোনের দাম 


ওপ্পো এ৭৮ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Glowing Black এবং Glowing Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের নতুন ৫জি ফোন। ১৮ জানুয়ারি থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওপ্পো ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা অ্যামাজন থেকে এই ফোন কেনার সময় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন, প্রায় ১৩০০ টাকা। এই ফোনের কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন থাকছে। কিস্তি শুরু হবে ৩১৬৭ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারেও এই ফোন কিনতে পারেন। সেক্ষেত্রে ১৮,০৪৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।  


ওপ্পো এ৭৮ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13- এর সাহায্যে পরিচালিত হবে ওপ্পো এ৭৮ ৫জি ফোন।

  • একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম যা ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ওপ্প এ৭৮ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর।

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ওপ্পো 'এ' সিরিজের নতুন ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওপ্পো সংস্থার দাবি এই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা। 

  • ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার রয়েছে। 


Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি (Tecno Phantom X2 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিংও করা যাবে এই ফোনের জন্য। টেকনো সংস্থার এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Mars Orange এবং Stardust Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।


আরও পড়ুন- নজরকাড়া ক্যামেরা ফিচার নিয়ে ভারতে হাজির টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি, দাম কত? কিনবেন কোথা থেকে