Oppo Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি (Oppo A79 5G) ফোন। ওপ্পো 'এ' সিরিজের (Oppo A Series Phone) ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ওপ্পো এ৭৯ ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোনে ২৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে বলে দাবি করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি ফোন। ভারতের বাজারে এই ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি, ভিভো টি২ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেবে।


ওপ্পো এ৭৯ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। গ্লোয়িং গ্রিন এবং মিস্ট্রি ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো ই-স্টোর থেকে প্রি-বুকিং করা যাচ্ছে এই ফোনের জন্য। কেনা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও। এই দুই ই-কমার্স সাইটেও চলছে প্রি-বুকিং। এছাড়াও বিভিন্ন রিটেল আউটলেট থেকেও এই ফোন কেনা যাবে। ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। 


ওপ্পোএ৭৯ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট (ন্যানো)। ফোন পরিচালিত হবে ColorOS 13.1- এর সাপোর্টে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব। 

  • ওপ্পো এ৭৯ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর। প্রাইমারি ক্যামেরা সেনসরে ৭৭ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

  • ওপ্পো সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫১ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এছাড়াও এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটূথ ৫.৩ এবং ৩.৫ মিলিমিটারের টাইপ-সি ইউএসবি অডিও জ্যাক। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ফেস আনলক ফিচার। 


আরও পড়ুন- অনলাইনে লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ, কীভাবে চলছে জালিয়াতি