Oppo Smartphone: ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তারা ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ করবে। এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন সোনালি রঙে লঞ্চ হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আগামী ১৫ মে ওপ্পো এফ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চের দিন দুপুর ১২টা থেকেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। ওপ্পো এফ২৩ ৫জি ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। দুটো গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে ফোনের পিছনের অংশে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি পাঞ্চ হোল কাটআউট। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকবে। 


ওপ্পো এফ২৩ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন স্পেসিফিকেশন 



  • এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে র‍্যাম এক্সপ্যানশন ফিচার। অর্থাৎ র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে ভার্চুয়াল ভাবে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ দিয়ে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।

  • ওপ্পো এফ সিরিজের আসন্ন ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে। তবে কোন প্রসেসর থাকবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। 

  • শোনা যাচ্ছে এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে, তবে তা নিশ্চিত নয়। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে ওপ্পো এফ২৩ ৫জি ফোনে। 


পোকো এফ৫ ৫জি


ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পোকো এফ৫ ৫জি ফোন। 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ Poco F5 5G ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। এর টপ-এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 33,999 টাকা। এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে 16 মে দুপুর 12টা থেকে। Flipkart-এ শুরু হবে এই সেল। গ্রাহকরা এই স্মার্টফোনে 19GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন। ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে মোবাইল ফোনে গ্রাহকদের 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার পরে ফোনের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 30,999 টাকা হয়ে যাবে।


আরও পড়ুন- স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?