Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ২০ মার্চ, দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার এই দুই ফোন। ওপ্পো সংস্থা এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ও ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দুটো ফোনই দুটো করে রঙে লঞ্চ হয়েছে ভারতে।
ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- দুটো ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। জলের তলার ছবি তোলা যাবে এই ফোনগুলি দিয়ে। ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। বেশ শক্তপোক্ত হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দু'টি ফোনই। তবে দেখতে কিন্তু বেশ স্লিক ডিজাইনেরই হবে এই দুই ফোন। ওজন হতে পারে ১৮০ গ্রামের কাছাকাছি। আর ৭.৫৫ মিলিমিটার পুরু (আদতে বেশ স্লিম) হতে পারে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- এই দুই ফোন।
ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকে শুরু হবে, এমনটাই এক্স মাধ্যমে আভাস দিয়েছেন টিপস্টার অভিষেক যাদব। এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। ওপ্পো এফ২৯ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে Glacier Blue এবং Solid Purple - এই দুই রঙে। অন্যদিকে, ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন দেশে লঞ্চ হতে চলেছে Granite Black এবং Marble White - এই দুই রঙে। ওপ্পো এফ২৭ ৫জি সিরিজের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দুই ফোন।
ভারতে এবার আসছে 'এসার' কোম্পানির ফোন
এসার সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটি নয়, একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে এসার সংস্থা। এমনিতে এই কোম্পানির ল্যাপটপ অনেকেই ব্যবহার করবেন। এবার সেই সংস্থারই ফোন আসছে ইউজারদের জন্য। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এসার সংস্থার ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব ভারতে লঞ্চের পর এসার সংস্থার স্মার্টফোন কেনা যাবে অ্যামাজন থেকে। যদিও এসার সংস্থা কোন কোন ফোন লঞ্চ করবে তা এখনও জানা যায়নি। গত বছরই ঘোষণা করা হয়েছিল যে, ভারতে এসার ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা দামের মধ্যে ফোন লঞ্চ করবে এসার সংস্থা।