Oppo Foldable Phone: সম্প্রতি চিনে ওপ্পো (Oppo) সংস্থা তাদের নতুন ফোল্ডেবল ফোন ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) মডেল লঞ্চ করেছে। এবার সেই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের সাকসেসর হিসেবে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ইন্ডিয়া সংস্থা তাদের এক্স প্ল্যাটফর্মে ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের একটি অল্প সময়ের টিজার প্রকাশ করেছে।
ভারতে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম কত হতে পারে
অনুমান করা হচ্ছে এই ফোনের দাম ভারতে ৮০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। তবে এই প্রসঙ্গে ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। চিনে লঞ্চ হওয়া ফোনের দাম ভারতীয় মুদ্রার নিরিখে যতটা, তার ভিত্তিতেই এই অনুমান করা হচ্ছে। Mirror Night, Mist Rose, Moonlight Muse- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন।
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- শোনা যাচ্ছে চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকতে পারে। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে ৬.৮ ইঞ্চির একটি LTPO AMOLED ইয়ার স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ চিপসেট থাকতে পারে। সেখানে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
- ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সে সাপোর্ট থাকতে পারে। ColorOS 13.2- এর ভিত্তিতেই ফোন পরিচালিত হবে।
- এই ফোনের আউটার স্ক্রিনে রয়েছে বেশ কিছু নতুন ফিচার। তার ফলে আরও বেশি উইডগেট এবং একাধিক ট্র্যাভেল, নেভিগেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখা যাবে।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি- ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়েছে
অবশেষে ভারতে বিক্রি শুরু হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি (Tecno Phantom V Flip 5G) ফোনের। অ্যামাজন থেকে কেনা যাবে এই মডেল। টেকনো সংস্থা এই নিয়ে দ্বিতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। দুটো রঙে ভারতে কেনা যাবে এই ফোন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Iconic Black এবং Mystic Dawn- এই দুই রঙে কেনা যাবে টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন।
আরও পড়ুন- ইউজারদের সুরক্ষায় ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অগস্টে বাতিল ৭৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট