Oppo Phones: ওপ্পো সংস্থা খুব তাড়াতাড়ি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Oppo Flagship Phones) লঞ্চ করবে ভারতে। চিনে সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো ফাইন্ড এক্স৮ (Oppo Find X8) এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো (Oppo Find X8 Pro) - এই দুই ফোন। শোনা যাচ্ছে, এবার ভারতে লঞ্চ হবে এই দুই ফোন। যদিও নির্দিষ্ট ভাবে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের (Oppo Find X8 Series) ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু ভারতে নয়, গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। অনুমান করা হচ্ছে, ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোন হয়তো নভেম্বর মাসে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 


ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে। এছাড়াও ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোনে Hasselblad Master ফিচার যুক্ত উন্নত ও আধুনিক ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। 


ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো- এই দুই ফোনের দাম ভারতে কত হতে পারে 


সাধারণত দেখা যায় চিনের সংস্থা নির্মিত ফোনের দাম চিনের তুলনায় ভারতে খুব একটা আলাদা হয় না। প্রা একই থাকে। সেই অনুসারে অনুমান, ভারতে ওপ্পো এক্স৮ ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশে হতে পারে। বেস মডেলের নিরিখে এই দাম বলা হচ্ছে। অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ভারতের বাজারে ৬০ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো কর্তৃপক্ষ তাদের এই স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ কিংবা তার দাম সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


সম্প্রতি ভারতে সস্তায় একটি ৪জি ফোন লঞ্চ করেছে ওপ্পো সংস্থা 


ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন। ওপ্পো সংস্থার এই ৪জি ফোন একটি বাজেট স্মার্টফোন। ওপ্পো এ৩এক্স ৪জি ফোনের ৪জি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। নেবুলা রেড এবং ওশান ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৪জি ফোন। কেনা যাবে ওপ্পো সংস্থার অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল চ্যানেল থেকে। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি।