Oppo Phones: ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে লঞ্চ হবে আগেই জানা গিয়েছে সেকথা। ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো - এই দুই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ২৮ অক্টোবর এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চের কথা রয়েছে। সেই দিন ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি। আবার পরে লঞ্চ হবে কিনা, তাই নিশ্চিত নয়। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও MediaTek Dimensity 9500 চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি অনবোর্ড স্টোরেজ থাকতে চলেছে বলে শোনা গিয়েছে।
কী কী রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ ফোন
ওপ্পো ফাইন্ড এক্স ৯ ফোন ভারতে লঞ্চ হতে পারে টাইটেনিয়াম গ্রে এবং স্পেস ব্ল্যাক - এই দুই রঙে। অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এক্স ৯ প্রো এই ফোন লঞ্চ হতে পারে সিল্ক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল - এই দুই রঙে। চিনে ইতিমধ্যেই ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ লঞ্চ হয়েছে। ২২ অক্টোবর থেকে বিক্রিও শুরু হবে। এরপর ২৮ অক্টোবর বার্সেলোনায় একটি ইভেন্টে এই দুই ফোন লঞ্চ করা হবে ভারতের জন্য। অনুমান, হয়তো নভেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো - এই দুই ফোন। নভেম্বর মাসে ভারতে রয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (২০২৫)। সেখানেই লঞ্চ হতে পারে এই দুই ফোন। ১৮ নভেম্বর ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ লঞ্চের কথা রয়েছে ভারতে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। ওপ্পো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও।
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর নিয়ে ভারতে আসছে ওপ্পো সংস্থার ফোন
ওপ্পো রেনো ১৫ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো রেনো ১৫ অর্থাৎ বেস মডেল লঞ্চ হবে, তা আগেই জানা গিয়েছিল। এবার শোনা গিয়েছে যে, ভারতে আসছে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোন। টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম ৫৫ হাজার টাকার আশপাশে হতে চলেছে। অর্থাৎ এই রেঞ্জ থেকে শুরু হতে পারে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম। ভারতে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনে লঞ্চ হতে পারে ২০২৬ সাল অর্থাৎ আগামী বছরের শুরুর দিকে।