Oppo Find X9 Series: চিনে আগেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজে। যদিও ভারতে এই ফোনগুলি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোন দু'টি সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ১৮ নভেম্বর ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে ওপ্পো সংস্থা নির্দিষ্ট করে কিছু ঘোষণা করেনি। কিন্তু শোনা যাচ্ছে, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)- তে এই ফোন লঞ্চ হতে পারে। ওপ্পো সংস্থা শুধু জানিয়েছে, নভেম্বর মাসে তাদের ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে আসছে। তবে তারিখ কিংবা সময় ঘোষণা করা হয়নি। একটি MediaTek Dimensity চিপসেট থাকতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনগুলিতে। চিনের ভ্যারিয়েন্টগুলিতেও এই প্রসেসরই রয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনগুলিতে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন
- ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো মডেলে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ওপ্পো ফাইন্ড এক্স৯ ফোনে 2K রেজোলিউশন যুক্ত ৬.৫৯ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- প্রো মডেল লঞ্চ হতে পারে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২০০ মেগাপিক্সেলের টেলিফটো পেরিস্কোপ লেন্স ৩এক্স ডিজিটাল জুম সমেত থাকতে পারে। Hasselblad- এর ২০০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে চলেছে ওপ্পোর এই ফোনে।
- ওপ্পো ফাইন্ড এক্স৯ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে চলেছে। ফোনের স্ক্রিনের উপরেও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে।
- ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের বেস মডেলের দাম ৬৫ হাজার টাকার মধ্যে হতে পারে প্রো মডেলের দাম হতে পারে ১ লক্ষ টাকার আশপাশে।