Oppo Phones: ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার থাকবে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে।
ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের দাম, কোন কোন ভ্যারিয়েন্টে এবং কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু
এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের মডেল, যার দাম ১৮,৯৯৯ টাকা। মিডনাইট ভায়োলেট এবং সানসেট পিচ- এই দুই রঙে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। আগামী ২৭ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ওপ্পো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Splash Touch এবং Glove Touch- এই দুই ফিচার রয়েছে স্ক্রিনে। অর্থাৎ ভেজা হাতে এবং গ্লাভস পরা হাতে ধরা যাবে ফোন।
- একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। থাকবে অনেক এআই ফিচার। গুগল জেমিনি ফিচারও রয়েছে এই তালিকায়।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯৪ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ সাপোর্টও পাবেন ওপ্পোর এই ফোনে।