বেজিং : কোভিডকালেও থেমে নেই ফোন লঞ্চ। অনলাইন মার্কেটের কথা মাথায় রেখে একের পর এক ফোন বের করেছে Oppo। এবার চিনে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির নয়া মডেল K9 5G-র।


মিডিয়াটেকের অপেক্ষাকৃত সস্তার প্রসেসর ছেড়ে এবার কোয়ালকমের দিকে এগোল Oppo। কোম্পানির K9 5G সিরিজে স্ন্যাপড্রাগন ৭৬৮জি চিপসেট দিল চিনা সংস্থা। চিনের বাজারের সঙ্গে তুলনা করলে ভারতীয় টাকায় ২২ হাজারের মধ্যে দাম হতে চলেছে এই স্মার্টফোনের। ফলে অন্য কোম্পানির মিড রেঞ্জের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে ওপ্পোর নতুন মডেল।


Oppo K9 5G-র আনুমানিক দাম


চিনের বাজারে Oppo K9 5G-র দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি ৮ জিবি, ১২৮ জিবি স্টোরেজ। অন্যটির মধ্যে রয়েছে ৮জিবি RAM ও ২৫৬ জিবির স্টোরেজ। চিনা মুদ্রায় প্রথম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY১৮৯৯ মানে ভারতীয় মুদ্রায় ২১,৬০০ টাকা। ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম CNY ২১৯৯ মানে ভারতীয় মুদ্রায় ২৫,০০০ টাকা রেখেছে কোম্পানি। ১১ মে থেকে এই নতুন ফোনের সেল শুরু হচ্ছে অনলাইনে। কালো ও ছাই রঙে পাওয়া যাবে ওপ্পোর নতুন মডেল। তবে এই ফোন এখনই বিশ্ববাজারে পাওয়া যাবে কি না তা নিশ্চিত করেনি কোম্পানি। 


Oppo K9 5G-র স্পেসিফিকেশন


ডুয়েল সিমের এই ফোন চলবে কালার অপারেটিং সিস্টেম ১১.১-এ। যা অ্যান্ড্রেয়ড ইলেভেনের ওপর ভিত্তি করেই গড়া হয়েছে। ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। সঙ্গে ৯০ হার্টজের রিফ্রেশ রেট। ৪১০ পিক্সেল পার ইঞ্চ ভিউয়িং ডেনসিটি। ফলে অ্যামোলেড প্যানেল না হলেও ডিসপ্লে নিয়ে চিন্তার কিছু নেই ক্রেতাদের। Oppo K9 5G-তে স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর দিয়েছে কোম্পানি। যা এককথায় এই ফোনের ইউএসপি।  


ফোনের ক্যামেরা


নতুন মডেলে তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সলের। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার। ভালো সেলফির জন্য ৩২ মেগাপিক্সলের ক্যামেরা দিয়েছে কোম্পানি। রয়েছে ৩.৫ এমএম-এর অডিও জ্যাক। ৪৩০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ওপ্পো।