Oppo Reno 11 Series: ওপ্পোর নতুন স্মার্টফোন (Oppo Smartphones) সিরিজ ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে দ্রুত। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ওপ্পো রেনো ১১ (Oppo 11 Reno) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। তবে ওপ্পো রেনো ১১ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয় নি। মালয়েশিতেও ওপ্পো রেনো ১১ সিরিজ লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ওপ্পো রেনো ১১ সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইন। ভ্যানিলা মডেল অর্থাৎ ওপ্পো রেনো ১১ চিনে যেভাবে লঞ্চ হয়েছে অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকবে। 


টিপস্টার ঈশান আগরওয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, ওপ্পো রেনো সিরিজ ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে ১১ জানুয়ারি। ওই দিনে মালয়েশিয়ায় ওপ্পো রেনো ১১ সিরিজ লঞ্চ হবে একথা ঘোষণা করা হয়েছে। অনুমান, আগামী সপ্তাহে হয়তো ওপ্পো ইন্ডিয়া সংস্থা নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ প্রসঙ্গে টিজার প্রকাশ করবে। অন্যদিকে ওপ্পো মালয়েশিয়াল অফশিয়াল ওয়েবসাইটে ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছে। যে টিজার ওপ্পো মালয়েশিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে তা অনুসারে, ভ্যানিলা ওপ্পো রেনো ১১ ফোনের ডিজাইন চিনের ভ্যারিয়েন্ট থেকে কিছুটা আলাদা। তবে ওপ্পো রেনো ১১ প্রো ফোনের ডিজাইন একই রয়েছে। অন্তত দেখে তা মনে হয়েছে। ওই ওয়েবসাইটে বলা হয়েছে দুটো ফোনেই ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে এবং ফোন পরিচালিত হবে ColorOS 14- এর সাপোর্টে। ওপ্পো রেনো ১১ ফোনে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 


ওপ্পো রেনো ১১ সিরিজের স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া মডেলের নিরিখে)



  • ওপ্পো রেনো ১১ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর।

  • এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony LYT600 প্রাইমারি সেনসর রয়েছে। আর রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি।

  • ওপ্পো রেনো ১১ প্রো ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- নতুন বছরের শুরুতে ভারতে আসছে ভিভো এক্স১০০ সিরিজের দুটি ফোন, কত হতে পারে দাম?