Oppo Reno 13 5G Series: ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই দুই ফোনে রয়েছে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনের দাম কত 


ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোন। 


ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। 


ওপ্পো রেনো ১৩ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও কেনা যাবে ওপ্পো অনলাইন স্টোর থেকে। 


ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন 



  • ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15- এর সাহায্যে। 

  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। 

  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। 

  • ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 

  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।