Oppo Phones: ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১৪ মডেলের মতোই। তবে উৎসব উপলক্ষ্যে যেহেতু এই ফোন লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে স্পেশ্যাল ফিচার রয়েছে। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি বিশেষ ফিচার। GlowShift টেকনোলজির সাপোর্ট পাবেন ইউজাররা। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ইউজারের দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। কালো থেকে সোনালি রং হতে পারে। একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন। এই ফোন কেনার ক্ষেত্রে অনেক ছাড় এবং অফার পেতে চলেছেন ক্রেতারা। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের দাম এবং ছাড় 

ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ফেস্টিভ অফার অনুসারে এই ফোন কেনা যাবে ৩৬,৯৯৯ টাকায়। ওপ্পো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন। 

Continues below advertisement

ওপ্পো সংস্থার রেনো ১৪ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর অপশন পাবেন ক্রেতারা। ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেতে পারেন তাঁরা। প্রায় ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেডিট কার্ড ইএমআই- তে। এর পাশাপাশি ক্রেডিট নন-ইএমআই- এর ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রেই এই সুযোগ সুবিধা পাবেন ক্রেতারা। 

জিরো ডাউন পেমেন্ট স্কিমের সুবিধাও থাকছে ক্রেতাদের জন্য। ৮ মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে প্রথম সারির ফিনান্সিয়ারদের থেকে। এছাড়াও ৩০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধাও থাকছে। এই অফারের মধ্যে তিন মাসের জন্য গুগল ওয়ান ২ টিবি ক্লাউড এবং জেমিনি অ্যাডভান্সের সুবিধাও পাবেন ক্রেতারা। এর দাম ৫২০০ টাকা। এর সঙ্গে থাকছে ৬ মাসের জন্য ১০টি ওটিটি অ্যাপের ফ্রি প্রিমিয়াম অ্যাকসেস। তবে এই সুবিধা পাওয়া যাবে জিও- র ১১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্য। 

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, ওপ্পো রেনো ১৪ দিওয়ালি এডিশনের ফোন তার আসল দামের থেকে অনেকটাই কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।