Oppo Phones: ওপ্পো রেনো ১৫ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো রেনো ১৫ অর্থাৎ বেস মডেল লঞ্চ হবে, তা আগেই জানা গিয়েছিল। এবার শোনা গিয়েছে যে, ভারতে আসছে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে, এই ফোনে কী কী ফিচার থাকতে পারে। ওপ্পো রেনো ১৪ প্রো ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ওপ্পো রেনো ১৫ সিরিজের ক্ষেত্রে এই 'প্রো ম্যাক্স' মডেল নবতম সংযোজন বলেও মনে করছেন অনেকে।  

Continues below advertisement

ভারতে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম কত হতে পারে, এই ফোন লঞ্চের সম্ভাবনা কবে 

টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম ৫৫ হাজার টাকার আশপাশে হতে চলেছে। অর্থাৎ এই রেঞ্জ থেকে শুরু হতে পারে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম। চিনে এই ফোন লঞ্চ হতে পারে চলতি বছরের শেষ দিকে। আর বিশ্বের অন্যান্য দেশে এবং ভারতে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনে লঞ্চ হতে পারে ২০২৬ সাল অর্থাৎ আগামী বছরের শুরুর দিকে। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনে কী কী ফিচার থাকতে পারে 

  • ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এটি একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে চলেছে। জানা গিয়েছে, 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে এই স্ক্রিনে। এই ফোনের ডিসপ্লে একটি LTPO OLED স্ক্রিন হতে চলেছে। 
  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে। এছাড়া ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৬ বেসড ColorOS 16 out of the box - এর সাহায্যে। 
  • ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও পাবেন ওয়াই-ফাই ৭ - এর সাপোর্ট এবং NFC সাপোর্ট।
  • ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ২০০ মেগাপিক্সেলের Samsung HP5 প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও একটি আলট্রা ওয়াইড সেনসর থাকতে চলেছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।