Smartwatch: ভারতে ব্লুটুথ কলিং (Bluetooth Calling) ফিচার যুক্ত নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে Pebble সংস্থা। এবার লঞ্চ হয়েছে Pebble Frost স্মার্টওয়াচ। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮৭ ইঞ্চির IPS Touch Screen ডিসপ্লে। ভারতে Pebble Frost স্মার্টওয়াচের দাম ১৯৯৯ টাকা। ডিজাইনের দিক থেকে এই স্মার্টওয়াচের সঙ্গে অ্যাপেল ওয়াচের অনেক সামঞ্জস্য রয়েছে। ব্লুটুথ কলিংয়ের পাশাপাশি ফিটনেস ট্র্যাকিং ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। কালো, নীল, ধূসর এবং কমলা রঙে লঞ্চ হয়েছে Pebble Frost স্মার্টওয়াচে। ভারতে এই স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ব্লুটুথ কলিংয়ের পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার দিয়েও স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত রাখা সম্ভব হবে। 


Pebble Frost স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার



  • ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে Pebble Frost স্মার্টওয়াচে।

  • এটি একটি IP67 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

  • চৌকো স্ক্রিন, ডানদিকে বোতাম, অ্যাপেল ওয়াচের মতো ক্রাউন এবং মানানসই স্ট্র্যাপ রয়েছে এই স্মার্টওয়াচে।

  • একাধিক হেলথ ফিচার যেমন- হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্টেপ কাউন্টি, স্লিপ ট্র্যাক- এইসব করার জন্য আলাদা আলাদা ফিচার রয়েছে।

  • এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার থাকার কারণে যদি তা ফোনের সঙ্গে যুক্ত থাকে তাহলে স্মার্টওয়াচের সাহায্যেই ফোনে কথা বলা যাবে। এই স্মার্টওয়াচ মাইক্রোফোন হিসেবে কাজ করবে।

  • এর পাশাপাশি ক্যালেন্ডার, ক্যামেরা, ক্যালকুলেটর, মিউজিক- ফোনের অনেক ফিচারই নিয়ন্ত্রণ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। 


ভারতে লঞ্চ হয়েছে Mivi Model E স্মার্টওয়াচ। তেলেঙ্গানার সংস্থা Mivi এই স্মার্টওয়াচ তৈরি করেছে। জানা গিয়েছে, Mivi Model E স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। মোট ছয়টি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির একটি HD টাচস্ক্রিন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। তাই সাঁতার কাটার সময় কিংবা শরীরচর্চা করার সময় অনায়াসেই এই স্মার্টওয়াচ পড়ে থাকতে পারবেন ইউজাররা। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হেলথ ফিচার। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে Mivi Model E স্মার্টওয়াচে। আপাতত এই স্মার্টওয়াচ কেনা আবে ১২৯৯ টাকায়। গোলাপি, নীল, লাল, ধূসর, সবুজ এবং কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, দাম ১০ হাজার টাকারও কম