Poco C50: ভারতে সস্তার ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco) সংস্থা। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষের দিকে দেশে লঞ্চ হতে পারে পোকো সি৫০ (Poco C50) ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। পোকো সি সিরিজের (Poco C Series) এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে তার ক্যামেরা ফিচার। স্লিক ডিজাইনের এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি পোকো কোম্পানি। শোনা যাচ্ছে, রেডমি এ১ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০ ফোন। তবে দুই ফোনের ক্যামেরা ফিচারে থাকবে পার্থক্য। বাজেট ফোন হবে একথা শোনা গেলেও পোকো সি৫০ ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


রেডমি এ১ প্লাস


অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছে রেডমির এই ফোন। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। কালো, হাল্কা নীল এবং হাল্কা সবুজ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ প্লাস ফোন। একটি ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হয় এই ফোন। রেডমি এ১ প্লাস ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সীল্র সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটার এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।


iQoo 11 Pro 


কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর নিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ প্রো ফোন। সম্প্রতি কোয়ালকম সংস্থা তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর লঞ্চ করেছে।


Infinix Hot 20 Series 


ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। 


আরও পড়ুন- আইফোনের এই মডেলগুলিতে দারুণ ছাড়, অ্যামাজনে পাবেন এই অফারগুলি