Poco Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ (Poco C61) ফোন। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়ার (Poco India) তরফে জানানো হয়েছে আগামী ২৬ মার্চ দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। টিজারে ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফ্লিপকার্টে (Flipkart India) পোকো সি৬১ ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের ডিজাইন এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তার সঙ্গে এও বোঝা গিয়েছে যে ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। শাওমি সংস্থার সাব-ব্র্যান্ড পোকো- র তরফে একথা ঘোষণাও করা হয়েছে।


পোকো সি৬১ ফোনে থাকতে পারে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বড় ব্যাটারি। ৬ জিবি অনবোর্ড র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক হেলিও সি৩৬ প্রসেসর। পোকো সি৫১ ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও অনবোর্ড ৬ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে আরও ৬ জিবি বাড়ানো যাবে বলেও শোনা গিয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে পোকো সি৬১ ফোনে, একথা নিশ্চিত ভাবেই জানা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে রেডমি এ৩ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ ফোন। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে পোকো 'সি' সিরিজের নতুন ফোন। এই দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৭৪৯৯ টাকা এবং ৮৪৯৯ টাকা। 


পোকো সি৬১ ফোন সম্পর্কে আর কী কী তথ্য জানা গিয়েছে এখনও পর্যন্ত 



  • এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার উপরে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন সাপোর্ট থাকার কথা রয়েছে।

  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকতে পারে যেখানে সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে হাজির নতুন বাজেট ফোন লাভা ও২, দাম কত? কী কী ফিচার রয়েছে?