Poco Phones: পোকো 'সি' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১০ হাজার টাকার অনেক কম দামে

Poco C71: ভারতে পোকো সি৭১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা।

Continues below advertisement

Poco Phones: ভারতে লঞ্চ হয়েছে পোকো সি সিরিজের নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে পোকো সি৭১ ফোন। এই ফোনে ৬.৮৮ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেট রয়েছে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। পোকো সি৭১ ফোনে পাওয়া যাচ্ছে ৫২০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর পাবেন আপনি। পোকো সি৭১ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ফলে জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন। রেডমি এ৫ ফোনের বেশ কিছু ফিচারের সঙ্গে মিল রয়েছে পোকো সি৭১ ফোনের অনেক ফিচারের। 

Continues below advertisement

ভারতে পোকো সি৭১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা। ৮ এপ্রিল শুরু হতে চলেছে ফোনের বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। কুল ব্লু, ডেজার্ট গোল্ড, পাওয়ার ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৭১ ফোন। 

এয়ারটেল প্রিপেড ইউজারদের জন্য রয়েছে সুখবর। এয়ারটেলের প্রিপেড ব্যবহার করলে পোকো সি৭১ ফোন কিনতে পারবেন ৫৯৯৯ টাকায়। স্পেশ্যাল বেনিফিট হিসেবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাবেন ইউজাররা। ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে এই বিশেষ সুবিধা চালু হবে। 

পোকো সি৭১ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • পোকো সি৭১ ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়েট টাচ সাপোর্ট। অর্থাৎ ভেজা হাতেও ফোন ব্যবহার করতে পারবেন। এই ফোনের স্ক্রিন দেখলে ইউজারদের যাতে চোখে কোনও সমস্যা না হয়, সেভাবেই তৈরি করা হয়েছে পোকো সি৭১ ফোনের ডিসপ্লে। 
  • পোকো সি৭১ ফোনে রয়েছে ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণও ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পরিচালিত হবে পোকো সি৭১ ফোন। এই ফোনে ২ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। 
  • পোকো সি৭১ ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনের রেয়ার প্যানেলে রয়েছে স্প্লিট গ্রিড ডিজাইন এবং ডুয়াল টোনের ফিনিশ। 
Continues below advertisement
Sponsored Links by Taboola